অজি ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় লেখা হল ব্রিসবেনে। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় সেশনে মিচেল স্টার্ক (Mitchell Starc) ওয়াসিম আক্রমের ২৩ বছরের রেকর্ড ভেঙে টেস্টে সর্বাধিক উইকেট নেওয়া বাঁ-হাতি পেসারের খেতাব কাঁধে তুললেন।
অস্ট্রেলিয়ার স্পিডস্টার স্টার্কের জন্য দিনটি ছিল বিশেষ। দিন-রাতের পিঙ্ক বল টেস্টে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের একে একে ফিরিয়ে দিয়ে তিনি শুধু দলের জয় নিশ্চিত করেননি, ইতিহাসের পাতা-ঘূর্ণনও ঘটালেন। আক্রমের ৪১৪ উইকেটের নজিরকে ছাপিয়ে স্টার্ক ৪১৫তম উইকেট তুলে নেন।
Mitchell Starc goes past Wasim Akram as the most prolific left arm quick of all time 👏 pic.twitter.com/CdTtnk51QH
— 7Cricket (@7Cricket) December 4, 2025
স্টার্কের এই রেকর্ড ভাঙা মাইলফলক আসে এক অপ্রতিরোধ্য পারফরম্যান্সের মাধ্যমে। প্রথম সেশনেই ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে হ্যারি ব্রুককে ফিরিয়ে তিনি তিন উইকেটের চাহিদা পূর্ণ করেন। চা-বিরতির আগে তিনি জোড় উইকেট নেন এবং নৈশভোজের আগে ৪১৫তম উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন।
গাব্বাতে প্রথম ওভারে শুরু থেকেই স্টার্কের দাপট দেখা যায়। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট ওলি পোপকে রানের খাতা খুলতে না দিয়ে ফিরিয়ে দেন। দ্বিতীয় সেশনে জ্যাক ক্রলি ও জো রুটের ১১৭ রানের জুটি ভাঙেন মাইকেল নেস। এরপর ক্রিজে দাঁড়ানো হ্যারি ব্রুককে ৩১ রানে ফিরিয়ে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলার স্টার্ক ইতিহাসে নাম লেখান।
প্রাক্তন পাক পেসার আক্রম ১৯৮৫ থেকে ২০০২ পর্যন্ত ১০৪ ম্যাচে ৪১৪ উইকেট তুলেছিলেন। স্টার্ক এটি পূরণ করেছেন মাত্র ১০২ ম্যাচে। যদিও ইনিংসের হিসাবে আক্রমকে ছাড়িয়ে যেতে স্টার্ককে ১৪টি বেশি ইনিংস খরচ করতে হয়েছে।
টেস্টের তৃতীয় সেশনে ইংল্যান্ড আরও দুটি উইকেট হারিয়েছে। জো রুট ৭৮ রানে অপরাজিত থাকলেও, অজি বোলারদের দাপট অব্যাহত। ইতিহাসের পাতায় নতুন নাম লিখিয়ে, স্টার্ক এখন বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বকালের সেরা উইকেটশিকারী হিসেবে নিজেদের জায়গা করে নিলেন।
Mitchell Starc passes Wasim Akram as the most prolific left-arm bowler in Test cricket history 🤩#Ashes | #MilestoneMoment | @nrmainsurance pic.twitter.com/gxzYjLGR2S
— cricket.com.au (@cricketcomau) December 4, 2025
