ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগে বিরাট-রোহিতকে নিয়ে খোঁচা মার্শের

Australia captain Mitchell Marsh joked that he hopes Virat Kohli and Rohit Sharma don’t play “too much great cricket” in the ODI series, as the Indian legends return for what could be their final tour of Australia.

পার্থ, ১৯ অক্টোবর ২০২৫: ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের আগে শুরু হয়েছে মজার খুনসুটি। অস্ট্রেলিয়ার অস্থায়ী অধিনায়ক মিচেল মার্শ শনিবার সাংবাদিক সম্মেলনে এক মজার মন্তব্য করলেন বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে। তিনি বলেন, “আশা করি ওরা উপভোগ করবে আর দর্শকরা ওদের দেখতে পাবেন। তবে আমি চাইব, সিরিজে খুব বেশি ভালো ক্রিকেট যেন না খেলেন!”

Advertisements

কোহলি-রোহিতকে ঘিরে উচ্ছ্বাস

পার্থের অপটাস স্টেডিয়ামে রবিবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে। ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকা সত্ত্বেও ম্যাচটি হাউসফুল, ইতিমধ্যেই তিন ম্যাচ মিলিয়ে ১ লক্ষ ৭৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

এর অন্যতম কারণ দুই কিংবদন্তি—বিরাট কোহলি ও রোহিত শর্মার ফেরা। দু’জনেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে এখন পুরোপুরি ওয়ানডেতে মন দিচ্ছেন। ২০২৭ সালের বিশ্বকাপকে লক্ষ্য করেই তাঁদের এই সিদ্ধান্ত। ফলে অস্ট্রেলিয়ায় এটাই হয়তো তাঁদের শেষ সিরিজ।

মার্শ বলেন, “ক্যারিয়ারের বেশ কয়েকবার ওদের বিরুদ্ধে খেলার সুযোগ হয়েছে। ওরা নিঃসন্দেহে খেলার কিংবদন্তি। বিশেষ করে বিরাটকে আমি সর্বকালের সেরা চেজার বলব। কেন এত টিকিট বিক্রি হয়েছে, আর মানুষ কেন এতটা উৎসাহিত, তা বোঝাই যাচ্ছে।”

নেতৃত্বে মার্শ, অনুপস্থিত কামিন্স

অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স চোটের কারণে বাইরে থাকায় প্রথম ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন মার্শ। তিনি বলেন,
“দেশকে নেতৃত্ব দেওয়া সবসময় বড় সম্মানের। নিজের মাঠে যখন সেই সুযোগ আসে, তখন সেটা আরও বিশেষ।”

অপটাসে ভরা গ্যালারি সামনে ভারত-অস্ট্রেলিয়া লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন তিনি।

Advertisements

বিরাটের বিদায় ট্যুর?

কোহলি ও রোহিত দু’জনেই প্রায় দুই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম জনপ্রিয় মুখ। এবার হয়তো অস্ট্রেলিয়ার মাটিতে তাঁদের শেষবার ব্যাট করতে দেখা যাবে। তাই ভক্তদের উচ্ছ্বাস আরও বেড়েছে।

অজি শিবিরে আঘাতের দুশ্চিন্তা

অস্ট্রেলিয়ার দলে ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টারের চোট নিয়ে কিছুটা চিন্তা থাকলেও, গ্রিন প্রথম অ্যাশেজ টেস্টের আগে ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী কোচিং স্টাফ। মার্শ মজার ছলে বলেছেন, “আমার কাছে ইতিমধ্যেই প্রথম দু’দিনের টিকিট আছে। এখনো স্ত্রীর অনুমতি চাইনি। সুতরাং টেস্টে ফেরার কোনো চিন্তাই করছি না।”

ম্যাচে কেমন হতে পারে পরিস্থিতি?

অপটাস স্টেডিয়ামের উইকেটে নতুন বলে সুইং করতে পারে। মার্শের মতে, প্রথম ১০ ওভারই নির্ধারণ করে দেবে ম্যাচ কোন দিকে যাবে। এরপর রান আসবে দ্রুত, যেমনটা বিগ ব্যাশে বারবার দেখা গেছে। তাই শুরুটা টিকতে পারলেই ম্যাচ হতে পারে উচ্চ স্কোরের।

ভারত-অস্ট্রেলিয়া মানেই ব্লকবাস্টার সিরিজ। বিরাট ও রোহিতের সম্ভাব্য বিদায় সফর ঘিরে যেমন আবেগ তুঙ্গে, তেমনই অজিদের নতুন অধিনায়ক মার্শ তাঁর রসিকতায় সিরিজের আবহ আরও হালকা করলেন। তবে মাঠে গিয়ে হয়তো তিনিই চাইবেন—বিরাট-রোহিত যেন তাঁর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন!