রবিবার রাঁচি স্টেডিয়ামে একদিনের সিরিজের প্রথম দিনেই বদলে গেল ম্যাচের মোড়। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের হতাশা ভুলে নতুন উদ্যমে মাঠে নেমেছিল ভারত। ব্যাট হাতে দায়িত্ব নিয়েছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। আর সেই মঞ্চকেই আরও উজ্জ্বল করলেন ভারতের ‘চিনাম্যান’ জাদুকর কুলদীপ যাদব (Kuldeep Yadav)। একাই চার উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন-আপে নেমে আনলেন ধ্বংসের ঝড়।
কেবল ম্যাচ জেতানোই নয়, সাফল্যের সঙ্গে সঙ্গে ভেঙে গেল ২৩ বছরের এক বিশ্বরেকর্ড। অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়লেন কুলদীপ।
কোন রেকর্ড গড়লেন কুলদীপ যাদব?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ম্যাচে চতুর্থবার চার উইকেট নিলেন কুলদীপ যাদব, এখন পর্যন্ত কোনও স্পিনারের সর্বোচ্চ সাফল্য। এর আগে ২০১৮ কেপ টাউন ও পোর্ট এলিজাবেথে এবং ২০২২ দিল্লিতে একই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। রাঁচিতে আবারও সেই নজির গড়ে তিনি এককভাবে উঠে এলেন তালিকার শীর্ষে।
এতদিন শেন ওয়ার্ন ও যুজবেন্দ্র চাহল দু’জনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনবার করে চার উইকেট নিয়ে সমান তালিকায় ছিলেন। কুলদীপ এবার তাঁদের ছাড়িয়ে তৈরি করলেন নিজের আলাদা জায়গা ৪ বার। পেসারদের ক্ষেত্রেও তালিকায় কুলদীপ বেশ কাছে। বর্তমানে শীর্ষে রয়েছেন ব্রেট লি ও ওয়াকার ইউনিস, দু’জনেরই ৫ বার চার উইকেটের নজির। সিরিজে বাকি দুই ম্যাচেই কুলদীপের সামনে রয়েছে সেই রেকর্ডও ভাঙার সুযোগ।
ম্যাচের মোড় ঘোরানো স্পেল
কুলদীপ যাদবের চার উইকেটের স্পেল ছিল ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান সংগ্রাহক ম্যাথিউ ব্রিৎজকে ফিরিয়ে দেন তিনি। বিপজ্জনক মার্কো জ্যানসেনকেও থামান, ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই টনি ডি জর্জিকেও উইকেটের পথ দেখান। তার কটকটে লেংথ, টার্ন আর ভ্যারিয়েশনের সামনে একে একে ভেঙে পড়ে প্রোটিয়া ব্যাটিং।
এই ম্যাচ ছিল কুলদীপের ব্যক্তিগত আরেকটি বড় মাইলফলক। এটি তাঁর এক দিনের ক্রিকেটে ১০ম বার চার উইকেট নেওয়া, ভারতীয় স্পিনারদের মধ্যে যুগ্ম সর্বোচ্চ। অনিল কুম্বলেও তাঁর ক্যারিয়ারে ১০ বার এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
ভারতীয় স্পিনের ভবিষ্যৎ যে নিরাপদ হাতে রয়েছে। তার প্রমাণ আবার দিলেন কুলদীপ যাদব। শেন ওয়ার্নের মতো কিংবদন্তির রেকর্ড ভেঙে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে নিজের নাম আরও উজ্জ্বল করে তুললেন তিনি। বাকি দুই ম্যাচে কি লি-ইউনিসকেও ছাড়িয়ে যাবেন তিনি? এখন নজর সেদিকেই।
