বিশ্বকাপে ভারত থেকে বঞ্চিত বাংলা, এমন কি ঘটল?

kolkata-eden-gardens-stadium-miss-indian-cricket-team-match-t20-world-cup-schedule

অবশেষে অপেক্ষার অবসান। আইসিসি ঘোষণা করে দিল আগামী বছরের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সূচি। ফেব্রুয়ারি-মার্চ জুড়ে চলবে এই মহাযজ্ঞ। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। আর ফাইনাল নির্ধারিত ৮ মার্চ। তবে ‘হাইব্রিড মডেল’র কারণে এবারের বিশ্বকাপে রয়েছে বিশেষ ব্যবস্থাও। পাকিস্তান ভারতের মাটিতে খেলবে না, তাদের ম্যাচগুলির জন্য আলাদা রাখা হয়েছে শ্রীলঙ্কার ভেন্যুগুলি।

Advertisements

ভারতীয় দল তাদের অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে, আমেরিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। সবচেয়ে নজরকাড়া ভারত–পাকিস্তান লড়াই হবে ১৫ ফেব্রুয়ারি। তবে ভারতের মাটিতে নয়, ম্যাচটি হবে শ্রীলঙ্কার কলম্বোয়। হাইব্রিড মডেলের ফলে পাকিস্তানের সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়। এমনকি তারা সেমিফাইনালে উঠলেও সেই ম্যাচও অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। ফাইনালে যদি ভারত–পাকিস্তান মুখোমুখি হয়, সেক্ষেত্রেও নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন করা হবে। কিন্তু গ্ৰুপ পর্বে ইডেন গার্ডেন পেল না ভারতের একটি ম্যাচ। এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক সমীকরণ।

   

গ্রুপ পর্বে সহজ রাস্তা সূর্যকুমারদের?

ভারত রয়েছে তুলনামূলক সহজ গ্রুপে। পাকিস্তান ছাড়াও রয়েছে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং আমেরিকা। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ ১২ ফেব্রুয়ারি দিল্লিতে, আর নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নামবে সূর্য কুমারের নেতৃত্বাধীন দল।

সাধারণত বিশ্বকাপে আটটি ভেন্যু থাকলেও এবারের বিশেষ পরিস্থিতিতে ভারত ও শ্রীলঙ্কা মিলিয়ে মোট আটটি ভেন্যু নির্ধারণ করেছে আইসিসি।

ভারতের পাঁচ ভেন্যু — কলকাতা, আহমেদাবাদ, চেন্নাই, মুম্বই ও দিল্লি
শ্রীলঙ্কার তিন ভেন্যু — কলম্বো, ক্যান্ডি ও গল

গ্রুপ বিভাজন

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, আমেরিকা
গ্রুপ বি: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ সি: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল, ইটালি
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, কানাডা

ভারতের সম্পূর্ণ সূচি

Advertisements

৭ ফেব্রুয়ারি: ভারত বনাম আমেরিকা — মুম্বই

১২ ফেব্রুয়ারি: ভারত বনাম নামিবিয়া — দিল্লি

১৫ ফেব্রুয়ারি: ভারত বনাম পাকিস্তান — কলম্বো

১৮ ফেব্রুয়ারি: ভারত বনাম নেদারল্যান্ডস — আহমেদাবাদ

নকআউট সূচি

সেমিফাইনাল — ৪ মার্চ ( কলকাতা এবং কলম্বো)

ফাইনাল — ৮ মার্চ আহমেদাবাদ (তবে পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচ হবে কলম্বোয়)