KKR নজরে এই ৩ তারকা উইকেটকিপার! IPL নিলাম ঘিরে তুঙ্গে উত্তেজনা

kkr-targets-three-wicketkeepers-ahead-ipl-2026-auction

আইপিএল ২০২৬ (IPL 2026) নিলামকে সামনে রেখে নতুন করে দল গঠনের পথে হাঁটছে কলকাতা নাইট রাইডার্স। গত কয়েক মরশুম ধরে ধারাবাহিকতা ধরে রাখতে না পারা ও দলগত ভারসাম্যের ঘাটতি মেটাতে বেশ কঠোর সিদ্ধান্ত নিয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। তার প্রমাণ, এক ধাক্কায় ১০ জন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া। আরও চমকের বিষয়, দলে রেখে দেওয়া হয়নি তিন উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডিকক, রহমানউল্লাহ গুরবাজ এবং লুভনিথ সিসোদিয়াকে।

Advertisements

আচমকাই নেতৃত্বে আসতে পারেন এই ক্রিকেটার! নাইট শিবিরে শুরু জোর জল্পনা

   

ফলে উইকেটকিপারের জায়গায় বড় শূন্যতা তৈরি হয়েছে নাইট শিবিরে। সেই কারণেই আসন্ন নিলামে নজর থাকবে বিদেশি প্রতিভাবান উইকেটকিপারদের দিকে। ইতিমধ্যেই স্পোর্টসকিডার একটি সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে, তিনজন আন্তর্জাতিক উইকেটকিপারের নাম শর্টলিস্ট করেছে নাইট ম্যানেজমেন্ট।

১৫ নভেম্বর ক্রিকেট দুনিয়া অবাক হয়ে দেখেছে। ১১ বছরের সম্পর্ক ছিন্ন করে আন্দ্রে রাসেলকে ছাড়ল কলকাতা নাইট রাইডার্স। এটি নিঃসন্দেহে ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি। এর পাশাপাশি বাদ পড়েছেন ২৩.৭৫ কোটির ভেঙ্কটেশ আইয়ার, আরও বেশ কয়েকজন পরিচিত মুখও। ফলে সব মিলিয়ে কেকেআরের হাতে এখন ৬৪.৩ কোটি টাকা পার্স, নিলামে বড় ভূমিকা নিতে পারে।

রিপোর্ট অনুযায়ী, উইকেটকিপার পজিশন শক্তিশালী করতে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোই কেকেআরের প্রথম টার্গেট।

বেয়ারস্টোর বিশেষত্ব:

বিধ্বংসী ওপেনার

T20 তে অভিজ্ঞতা সমৃদ্ধ

Advertisements

বিশ্বমানের উইকেটকিপার

ম্যাচ জেতানোর ক্ষমতা

নিলামে বড় অঙ্ক খরচ করতে রাজি কেকেআর, যদি বেয়ারস্টো বিডিং ওয়ারে চলে যান।

জেমি স্মিথ (ইংল্যান্ড)

ইংল্যান্ডের উঠতি তারকা এই উইকেটকিপারকে ভবিষ্যতের সম্পদ হিসেবে দেখছে কলকাতা নাইট রাইডার্স। স্মিথের ব্যাটিং স্কিল এবং দ্রুত স্টাম্পিং–ক্ষিপ্রতা তাঁকে নিলামে আকর্ষণীয় পছন্দের তালিকায় তুলেছে।

শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)

ওয়েস্ট ইন্ডিজের নির্ভরযোগ্য ব্যাটার হোপের ব্যাটিং টেকনিক ও স্থিরতা টি -টোয়েন্টি দলে গভীরতা বাড়াতে পারে। এছাড়া তাঁর অভিজ্ঞতা তরুণ ব্যাটারদেরও অনুপ্রাণিত করতে সক্ষম।