ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিলামের আগে (IPL 2026) উত্তেজনা ক্রমেই বাড়ছে। এমন সময় কলকাতা নাইট রাইডার্স (KKR) থেকে বিতাড়িত ভারতীয় অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার ফের আলোচনার কেন্দ্রে এসেছেন। গত আইপিএল সিজনে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে নিলামে ক্রয় হওয়া এই ক্রিকেটার কেরিয়ারের সম্ভাবনা পুরোপুরি প্রমাণ করতে পারেননি। ১১ ম্যাচে মাত্র ১৪২ রান সংগ্রহ করেছিলেন তিনি। এর ফলে শেষ পর্যন্ত নাইট শিবিরের রিটেনশন তালিকা থেকে বাদ পড়তে হলো তাকে।
ইংল্যান্ডের বিপক্ষে তাণ্ডবলীলা চালিয়ে ‘রেকর্ড বুকে’ এই অজি ব্যাটার
এরপর থেকেই ভেঙ্কটেশ আইয়ারের প্রতি আগ্রহ হারাননি কয়েকটি শক্তিশালী দল। সূত্রের খবর, আসন্ন আইপিএল নিলামে তাকে দলে নিতে কোনও হাল ছাড়বে না দুটি দল।
চেন্নাই সুপার কিংস: নতুন উদ্যমে লড়াই
গত আইপিএলে কেরিয়ারের সবচেয়ে খারাপ সময় কাটিয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (CSK)। ঋতুরাজ গায়কওয়াড়ের চোটের পর দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারেননি ধোনি। ফলস্বরূপ, সহজ ম্যাচেও হারতে হয়েছে তাদের এবং পয়েন্ট তালিকার তলানিতে থেকে সিজন শেষ করতে হয়েছে। ক্রিকট্র্যাকারের এক রিপোর্ট অনুযায়ী, আসন্ন নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে দলে আনার জন্য CSK বিপুল অর্থ খরচ করতে পারে, কারণ দল নতুন উদ্যমে নিজেদের শক্তিশালী করতে চাইছে।
বছর শেষে এদিন প্রধানমন্ত্রীর বঙ্গ সফর ঘিরে পারদ চড়ছে গেরুয়া শিবিরে!
সানরাইজার্স হায়দরাবাদ: দারুণ এক টার্গেট
অন্যদিকে, গত সিজনে লড়াই সত্ত্বেও বড় সফলতা পায়নি সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। তবে আগামী আইপিএলে তারা সম্পূর্ণ শক্তি দিয়ে খেলার পরিকল্পনা করছে। এজন্য নিলামে দক্ষ ও অভিজ্ঞ ক্রিকেটারদের দলে আনার পরিকল্পনা করছে হায়দরাবাদ। সংবাদ সূত্র বলছে, ভেঙ্কটেশ আইয়ার এই দলটির লক্ষ্য তালিকায় রয়েছে, যদিও ম্যানেজমেন্ট এখনও এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
আইপিএলের এই নিলাম শীতকালীন বাজারে ভেঙ্কটেশ আইয়ার কত দামে কোন দলে যাচ্ছেন, তা এখন উত্তেজনার বিষয় হয়ে উঠেছে।
