আইপিএল ২০২৬ নিলামের (IPL 2026) আগে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দল নতুনভাবে গঠন শুরু করেছে। ইতিমধ্যেই ১০টি ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে। তবে, সবচেয়ে বড় চমক এসেছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) পক্ষ থেকে। ১০ জন প্লেয়ারকে রিলিজ করে কেকেআর ম্যানেজমেন্ট পুরোপুরি নতুনভাবে দল সাজানোর ইঙ্গিত দিয়েছে।
কলকাতা থেকে বিতাড়িত ভেঙ্কটেশ প্রতি আগ্রহ এই দুই দলের!
রিলিজ তালিকায় রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেলসহ বেশ কয়েকজন বড় নাম। যার ফলে কেকেআরের নিলামে অংশগ্রহণ আরও রঙিন হতে চলেছে এবং দল ৬৪ কোটির বেশি বাজেটে নতুন প্লেয়ার সংগ্রহে নেমে পড়বে।
গত মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের পর কেকেআর নতুন মরশুমে পুরোপুরি দলীয় রূপান্তর ঘটাতে চাইছে। রিলিজ তালিকার পাশাপাশি অধিনায়ক পরিবর্তনও সেই পরিকল্পনার অংশ। গত বছর ফ্র্যাঞ্চাইজি অজিঙ্কে রাহানেকে অধিনায়ক করেছিলেন, তবে মাঝপথে কৌশলগত সিদ্ধান্ত এবং বোলিং ইউনিট পরিচালনার সমস্যায় দল প্রত্যাশা অনুযায়ী খেলে উঠতে পারেনি।
নতুন মরশুমে অধিনায়ক হিসেবে সম্ভাব্য বড় প্রার্থী হতে পারেন রিঙ্কু সিং। গত কয়েক মরশুমে কেকেআরের হয়ে রিঙ্কু বারবার ম্যাচ জয়ী পারফরম্যান্স দিয়েছেন। ফিল্ডিংয়ে অসাধারণ, প্রয়োজনে বোলিংও করতে সক্ষম। সাম্প্রতিক রঞ্জি ট্রফিতে অন্ধ্রের বিরুদ্ধে ১৬৫ এবং তামিলনাড়ুর বিরুদ্ধে ১৭৬ রানের দুরন্ত ইনিংস খেলেছেন।
রিঙ্কু সিংয়ের মাঠে দৃঢ় মনোভাব, সতীর্থদের সঙ্গে সুসম্পর্ক এবং ইতিবাচক আচরণ সব মিলিয়ে তাকে নেতৃত্বের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে তুলে ধরে। যদি নিলামে বড় নাম দলে না আসে, তাহলে এই দিকেই নজর থাকবে কেকেআর ম্যানেজমেন্টের।
