নিলামের আগে এই ১৩ ক্রিকেটারকে রেখে ঘর গোছাবে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি!

kkr-might-be-retention-star-13-cricketers-ahead-ipl-2026-auction

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৬ (IPL 2026) মরশুম শুরু হতে এখনও অনেক দেরি, কিন্তু তার আগেই উত্তেজনার পারদ চড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলির নিলাম প্রস্তুতিতে। আগামী ১৩ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল ২০২৬ নিলাম পর্ব। তার আগে নিয়ম অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে খেলোয়াড়দের রিটেনশন তালিকা প্রকাশ করবে সব দল। সেই মতোই নিজেদের দল গোছানোর প্রস্তুতিতে ব্যস্ত শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স (KKR)।

Advertisements

হতাশার মরসুম পেছনে ফেলে নতুন শুরু করতে চায় নাইটরা

আইপিএলের অষ্টাদশ আসর একেবারেই ভাল যায়নি কলকাতা নাইট রাইডার্সের। নেতৃত্বে পরিবর্তন এনে অজিঙ্ক রাহানেকে অধিনায়ক করার পরও প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। টুর্নামেন্ট শেষে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থেকে মরসুম শেষ করে নাইটরা। ক্রিকেট বিশ্লেষকদের মতে, দলের গঠন ও কৌশল বুঝে উঠতে পারেননি রাহানে। ফলে পুরনো ব্যর্থতা ঝেড়ে ফেলে একেবারে নতুনভাবে দল সাজাতে চায় ম্যানেজমেন্ট।

   

ক্রিকবাজ ও স্পোর্টস ইয়ারির প্রতিবেদনে দাবি করা হয়েছে, KKR আগামী মরসুমেও দলের মূল ভরসা হিসেবে আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে রিটেইন করবে। এই দুই ক্যারিবিয়ান তারকাকে ছাড়ার কোনও পরিকল্পনা নেই ম্যানেজমেন্টের। বহু বছর ধরে এই দু’জন নাইটদের সাফল্যের স্তম্ভ হিসেবে রয়েছেন এবং নতুন সিজনেও তাঁদের উপরই আস্থা রাখছে দল।

আরও যাঁরা থাকতে পারেন রিটেনশন তালিকায়

সূত্র অনুযায়ী, রাসেল-নারিনের পাশাপাশি KKR-এর রিটেনশন তালিকায় থাকতে পারেন—
বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, হর্ষিত রানা, রমণদীপ সিং, অঙ্গকৃষ রঘুবংশী, রহমানউল্লাহ গুরবাজ, রোভম্যান পাওয়েল, বৈভব আরোরা, স্পেন্সর জনসন, মায়ঙ্ক মার্কেন্ডে এবং অজিঙ্কা রাহানে। যদিও রাহানেকে অধিনায়ক রাখা হবে কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন, তিনি স্কোয়াডে থাকলেও অধিনায়কত্বের দায়িত্ব হারাতে পারেন।

Advertisements

কাদের ছাড়তে পারে KKR

অন্যদিকে, আইপিএল ২০২৬-এর আগে নাইট শিবির থেকে বাদ পড়তে পারেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তালিকায় রয়েছেন—
ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি), মঈন আলি, কুইন্টন ডি’কক, এনরিখ নরকিয়া ও অনুকূল রায়। ম্যানেজমেন্ট নতুন করে দল গঠনের জন্য বড় বাজেট হাতে রাখতে চায়, তাই কিছু দামী প্লেয়ারকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা প্রবল।

রিপোর্ট অনুযায়ী, আসন্ন নিলামের জন্য KKR মোট বাজেট থাকতে পারে প্রায় ১২৫ কোটি টাকা। তবে রিটেনশন পর্ব শেষ হলে প্লেয়ার কেনার জন্য নাইট ম্যানেজমেন্টের হাতে প্রায় ৫৩ থেকে ৫৮ কোটি টাকা অবশিষ্ট থাকতে পারে। সব মিলিয়ে, আইপিএল ২০২৬ আগে নিজেদের নতুন রূপে গড়ে তোলার পথে হাঁটছে কলকাতা নাইট রাইডার্স। রাসেল-নারিনের অভিজ্ঞতা, রিঙ্কু-বরুণদের তারুণ্য দুই মিশ্রণে এক নতুন শক্তিশালী দল তৈরি করাই এখন নাইট ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য।