নিলামের আগে এই দুই দায়িত্ববান তারকাকে ছেড়ে দেবে শাহরুখের ফ্যাঞ্চাজি!

kkr-might-be-release-ajinkya-rahane-and-venkatesh-iyer-before-ipl-2026-auction

আইপিএল ২০২৬ নিলামের (IPL 2026) আগে সম্ভবত বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়ক আজিঙ্ক রাহানে এবং সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর।

Advertisements

২০২৪ সালে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে আইপিএল জিতেছিল কেকেআর। কিন্তু ২০২৫ মরশুমে সেই ছন্দ একেবারেই খুঁজে পাওয়া যায়নি। টুর্নামেন্টে অষ্টম স্থানে থেকে মরশুম শেষ করে দল। এই ব্যর্থতার পরেই ফ্র্যাঞ্চাইজির বড় পরিবর্তনের সিদ্ধান্ত।

   

৮৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ১৭ নভেম্বর ভাগ্য নির্ধারণ প্রধানমন্ত্রীর

শ্রেয়াস আইয়ার, মিচেল স্টার্ক ও ফিল সল্টকে আগেই হারিয়েছে দল। এরপর অধিনায়ক হিসেবে দায়িত্ব পান আজিঙ্ক রাহানে এবং সহ-অধিনায়ক হন ভেঙ্কটেশ আইয়ার, যাকে কেকেআর কিনেছিল ২৩.৭৫ কোটি টাকায়। কিন্তু ব্যাট হাতে হতাশ করেন ভেঙ্কটেশ। পুরো মরশুমে মাত্র ১৪২ রান, গড় ২০.২৮।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ JioStar-এ বলেন, “ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটিতে রাখা যুক্তিযুক্ত নয়। তাকে মিডিল অর্ডারে ব্যাট করানো হচ্ছে, যেখানে তার বোলিংয়ের সুবিধাও কাজে লাগানো হচ্ছে না। কেকেআর উচিত হবে তাকে ছেড়ে দেওয়া এবং হয়তো কম দামে আবার দলে নেওয়ার চেষ্টা করা।”

Advertisements

রাহানে ও ভেঙ্কটেশের বিদায়ের পরও কেকেআর ধরে রাখতে পারে কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে —
রিঙ্কু সিং, রমন্দীপ সিং, হর্ষিত রানা, সুনিল নারিন, আন্দ্রে রাসেল, অঙ্কৃশ রঘুবংশী, বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তী।

এছাড়া শোনা যাচ্ছে, তিনবারের চ্যাম্পিয়ন কেকেআর অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে নেওয়ার জন্য আগ্রহী।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, আইপিএল ২০২৬ মিনি নিলাম অনুষ্ঠিত হবে ডিসেম্বরের মাঝামাঝি, সম্ভাব্য তারিখ ১৫ বা ১৬ ডিসেম্বর এবং সম্ভাব্য স্থান হবে আবুধাবি।