নিলামের আগে এই দুই রিটেইন খেলোয়াড় ছাড়বে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি!

২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হিসেবে দারুণ উচ্চতায় পৌঁছেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু তার পরের বছর, অর্থাৎ আইপিএল ২০২৫ মরসুমে দলের পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। পয়েন্ট…

kkr-like-to-release-andre-russell-and-ramandeep-singh-ahead-ipl-2026-auction

২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হিসেবে দারুণ উচ্চতায় পৌঁছেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু তার পরের বছর, অর্থাৎ আইপিএল ২০২৫ মরসুমে দলের পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থেকে মরসুম শেষ করায়, তিন বারের চ্যাম্পিয়ন দল এখন বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আসন্ন আইপিএল ২০২৬ নিলামের (IPL 2026 Auction) আগে।

Advertisements

গত মরশুমের আগে কেকেআর যেসব ক্রিকেটারকে রিটেইন করেছিল, তাদের মধ্যে ছিলেন রিঙ্কু সিং, সুনিল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, রমনদীপ সিং, ও হর্ষিত রানা। কিন্তু ২০২৫ সালের ব্যর্থতার পর এবার সেই তালিকায় বড় কাটছাঁটের সম্ভাবনা দেখা যাচ্ছে।

   

আন্দ্রে রাসেলের ভবিষ্যৎ অনিশ্চিত

কেকেআরের বহু বছরের ভরসা, “মিস্টার ইমপ্যাক্ট” আন্দ্রে রাসেলের ফর্ম নিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে। একসময় ম্যাচ জেতানোর ক্ষমতায় ভরপুর এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ২০২৫ মরসুমে ছিলেন ছায়ামাত্র।

১৩ ম্যাচে রাসেল করেছেন মাত্র ১৬৭ রান, গড় ১৮.৫৬। বল হাতে নিয়েছেন ৮ উইকেট, তবে তার ইকোনমি রেট ১১.৯৪। দলের জন্য বড় মাথাব্যথার কারণ। তার উচ্চমূল্য এবং বয়স বিবেচনা করে কেকেআর ম্যানেজমেন্ট এবার সম্ভবত ভবিষ্যতের জন্য তরুণ ও কার্যকর অলরাউন্ডার খোঁজার সিদ্ধান্ত নিতে পারে।

রমনদীপ সিংয়েরও ছাড়পত্রের সম্ভাবনা

২০২৪ সালে কেকেআরে যোগ দিয়ে ফিল্ডিং ও এনর্জি দিয়ে নজর কেড়েছিলেন রমনদীপ সিং। কিন্তু ব্যাট হাতে ধারাবাহিকতা না থাকায় এবার তার অবস্থানও অনিশ্চিত। মিডল-অর্ডারে নির্ভরযোগ্য ফিনিশারের অভাব কেকেআরের বড় দুর্বলতা ছিল। ম্যানেজমেন্ট এখন নতুন করে পূরণ করতে চায়।

কেবল রাসেল ও রমনদীপই নয়, সম্ভাব্য তালিকায় দলের আরও কয়েকজন বিদেশি ও দেশীয় ক্রিকেটারও ছাড়পত্রের তালিকায় রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হল: কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, রোভম্যান পাওয়েল, স্পেনসার জনসন, চেতন সাকারিয়া, আনরিখ নরকিয়া, অনুকূল রায়

আইপিএল ২০২৬ নিলাম হবে কেকেআরের জন্য নতুন দিগন্তের সূচনা। ২০২৪ সালের গৌরব ফেরাতে এবং পুরনো সাফল্য পুনরুদ্ধারের লক্ষ্যে এবার দল গড়তে চায় আরও পরিকল্পিতভাবে। ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গিয়েছে, তারা এবার নজর দেবে তরুণ প্রতিভা, ভারতীয় মিডল-অর্ডার ব্যাটার ও এক্স-ফ্যাক্টর অলরাউন্ডারদের দিকে, যাঁরা দলের ভবিষ্যৎ ভিত্তি গড়ে দিতে পারেন।

Advertisements