রাসলেকে বিদায় জানিয়ে এই দুই তারকাকে টার্গেট শাহরুখের দলের!

kkr-andre-russell-replacement-ipl-2026

২০২৬ আইপিএল (IPL 2026) আসন্ন, আর কলকাতা নাইট রাইডার্স (KKR) ম্যানেজমেন্ট বড় ধরনের কৌশল পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। ১২ কোটিতে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে। দল এবার তার বিকল্প হিসেবে এক নয়, সম্ভবত দুটি বিদেশি অলরাউন্ডারকে নিলামে টার্গেট করেছে।

Advertisements

দীর্ঘ ১১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডারকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও কিছু সময় আগেই শোনা যাচ্ছিল যে, কেকেআর নিলামে তাকে কম দামে পুনরায় কিনে আনতে পারে। কিন্তু এখন সেটি আর সম্ভব না বলে মনে করছে দল। তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নতুন করে ঝুঁকি নিতে চায় না, তাই নাইট শিবিরে রাসেলের প্রত্যাবর্তন এই মুহূর্তে কঠিন।

   

সূত্রের খবর অনুযায়ী, নাইট শিবিরের এখন দৃষ্টি রাখছে দুই গুরুত্বপূর্ণ বিদেশি অলরাউন্ডারের দিকে। প্রথমজন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন, যিনি সম্প্রতি রিটেনশন তালিকা থেকে বাদ পড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলের। লিভিংস্টোন আইপিএলে প্রতিপক্ষ দলগুলোর মধ্যে প্রভাবশালী অলরাউন্ডার হিসেবে পরিচিত।

Advertisements

দ্বিতীয়জন অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাক্সওয়েল। সদ্য পাঞ্জাব কিংস থেকে বাদ পড়া এই তারকা অলরাউন্ডারকেও দলে আনতে চায় KKR। নিলাম টেবিলে তুলনামূলকভাবে কম দামে ম্যাক্সওয়েল বা লিভিংস্টোনকে তুলে নিলে দলের ব্যালান্স ও শক্তি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে দল।

যদিও শেষ পর্যন্ত দুজনকে একসাথে দলে আনা নাও হতে পারে। তবে সূত্রের খবর, নাইট শিবিরে তাদের মধ্যে অন্তত একজনকে নিশ্চিতভাবে দলে আনার চেষ্টা করবে। এমন উদ্যোগ নিলে, নাইট শিবিরের অলরাউন্ডিং শক্তি আরও বহুমুখী ও শক্তিশালী হবে। কেকেআর ম্যানেজমেন্ট এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে ক্রিকেট মহলে আলোচনা, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে কলকাতা দলে নতুন মাত্রা যোগ করবে।