ভারত নয়, এই দেশে বসছে আইপিএলের মিনি নিলামের আসর!

ipl-auction-like-to-be-held-abroad-country-on-13-to-15-december

২০২৫ সালের আইপিএল (IPL Auction) নিলাম এবারও হতে পারে ভারতের বাইরে। আগের দুই বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও মধ্যপ্রাচ্যের কোনো শহরে নিলামের আয়োজনের সম্ভাবনা প্রবল। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত ও কাতারের মতো দেশগুলোতে নিলামের সম্ভাব্য স্থান নিয়ে খোঁজখবর নিচ্ছে।

Advertisements

গত দুই আইপিএল নিলাম যথাক্রমে দুবাই ও জেড্ডায় অনুষ্ঠিত হয়। এবারের নিলামও সেই ধারাকে অক্ষুণ্ণ রাখার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ডিসেম্বরের মাঝামাঝি সময় ভারতে বিভিন্ন অনুষ্ঠানের চাপ এবং বিয়ের মরশুম শুরু হওয়ায় হোটেল বুকিংয়ের সমস্যা দেখা দেয়। তাই বিদেশে নিলামের আয়োজন করাটাই বিসিসিআইয়ের কাছে সুবিধাজনক মনে হচ্ছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাতায়াতও সহজ. পাশাপাশি আইপিএলের ব্র্যান্ড প্রোমোশনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

   

এই বছরের মিনি নিলাম অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ১৫ নভেম্বরের মধ্যে জানাতে হবে কোন ক্রিকেটারদের তারা ধরে রাখতে চান।

নিলামের সবচেয়ে বড় চমক আসতে পারে চেন্নাই সুপার কিংসের দলে। গত মরশুমে চেন্নাই শেষ স্থানে অবস্থান করায় এবার দলটি বড় ধরনের পরিবর্তনের পথে। জানা গেছে, রাহুল ত্রিপাঠী, দীপা হুডা, স্যাম কারেন ও ডেভিড কনওয়ে ছেড়ে দিতে পারে চেন্নাই। এছাড়াও প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের অবসরের কারণে দলটির বাজেটের মধ্যে ৯.৭৫ কোটি টাকা অতিরিক্ত থাকা যাবে, যা নিলামে ব্যবহারের সুযোগ তৈরি করবে।

Advertisements

অন্যদিকে, রাজস্থান রয়্যালসও বড় পরিবর্তনের আভাস দিচ্ছে। দলের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন, উইকেটরক্ষক ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং ব্যাটসম্যান মহেশ তিকশানা রিলিজ তালিকায় রয়েছেন। এছাড়াও, কেকেআর কতটা পরিবর্তিত দল নিয়ে নিলামে অংশ নেবে, তা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

মধ্যপ্রাচ্যের তাপদাহের মধ্যে অনুষ্ঠিত হবে এই বছরের আইপিএল নিলাম, যেখানে একঝাঁক ভারতীয় ও বিদেশি ক্রিকেটারের ভবিষ্যৎ নতুন রূপ নিতে চলেছে। দলগুলোর বড় পরিবর্তন, বাজেট ও নতুন সম্ভাব্য খেলোয়াড়ের সংমিশ্রণ নিয়ে আইপিএল প্রেমীদের মধ্যে আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে। ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন মরশুমে শক্তিশালী দল গঠনের চেষ্টা করবে, আর নিলামের ফলাফল জানাবে কোন দল কতটা পরিকল্পনায় সফল হল।