নিলামে কোন দলে নাইটদের দুই প্রাক্তনী সহ এই পাঁচ বড় তারকা? প্রকাশ্যে রিপোর্ট

ipl-2026-top-five-released-players-heading-into-auction

আইপিএল ২০২৬ (IPL 2026) মিনি-নিলামের আগে নিজেদের রিটেইন ও রিলিজের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। প্রত্যাশিত কিছু নাম যেমন ছিল, তেমনি এমন বেশ কয়েকজন তারকার নামও এসেছে, যাদের বিদায় ক্রিকেটভক্তদের অবাক করেছে। সাম্প্রতিক ফর্ম, ফিটনেস, দলের কৌশল এবং ব্যয়সীমা বিবেচনায় রেখে দলগুলো এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৬ ডিসেম্বর ২০২৫, আবুধাবিতে বসবে নিলাম। আর সেখানে নজর থাকবে কিছু বড় নামের দিকে, যারা এবার নতুন দলে সুযোগ খুঁজবেন।

Advertisements

মালিকদের মিটিংয়ে শক্তি শেষ, প্রাক্তনকে খোঁচা দিয়ে ‘বিস্ফোরক’ রাহুল!

   

১. ভেঙ্কটেশ আইয়ার (কেকেআর, ২৩.৭৫ কোটি টাকা)

কেকেআরের সহ অধিনায়ক হিসেবেও প্রত্যাশা পূরণ করতে পারেননি ভেঙ্কটেশ আইয়ার। ব্যাট হাতে সাত ইনিংসে করেছেন মাত্র ১৪২ রান। সেই সঙ্গে শেষ দিকে হাতে চোট তাকে আরও পিছিয়ে দেয়। ফলে ২৩.৭৫ কোটির ব্যয়ে কেনা এই অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে কেকেআর। অবাক হলেও, অনেকের মতে ফর্ম বিবেচনায় সিদ্ধান্তটি যৌক্তিক।

২. মাথিশা পাথিরানা (সিএসকে, ১৩.০০ কোটি টাকা)

চেন্নাই সুপার কিংস ছেড়ে দিয়েছে তাদের তরুণ শ্রীলঙ্কান তারকা মাথিশা পাথিরানাকে। ৩২ ম্যাচে ৪৭ উইকেট, ইকোনমি ৮.৬৮। তবুও তাকে রিলিজ করেছে সিএসকে। মূলত বাজেট এবং দলীয় সমন্বয়ের পরিবর্তনের কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ফলে সিএসকের পার্সে বাড়ল ১৩ কোটি টাকা।

নিলামের আগে এই তারকাকে কোচের দায়িত্ব দিয়ে চমক রাজস্থানের

৩. আন্দ্রে রাসেল (কেকেআর, ১২.০০ কোটি টাকা)

১১ বছরের দীর্ঘ সম্পর্কের অবসান। কেকেআরের সঙ্গে রাসেলের এই বিচ্ছেদ ছিল সবচেয়ে বড় চমক। আইপিএল ২০২৫ মরশুমে তিনি ব্যাট হাতে ১৬৭ রান এবং বল হাতে ৮ উইকেট নিয়ে একদমই আলো ছড়াতে পারেননি। তবে নিলামে রাসেলের জন্য প্রতিযোগিতা হবে তা নিশ্চিত।

Advertisements
৪. জেক ফ্রেজার-ম্যাকগার্ক (ডিসি, ৯.০০ কোটি টাকা)

আইপিএল ২০২৪-এ ঝড় তোলা জেক ফ্রেজার-ম্যাকগার্ক ২০২৫ ব্যর্থতার মুখে পড়েন। ছয় ইনিংসে মাত্র ৫৫ রান, গড় ৯.১৬। ফলে দিল্লি ক্যাপিটালস তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তরুণ এই অজি ব্যাটারের প্রতি অন্য দলগুলোর আগ্রহ থাকবে বলেই ধারণা।

রাসেলকে নিতে মরিয়া বড় দল, পাল্টা এই পেসারকে চাইছে KKR!

৫. লিয়াম লিভিংস্টোন (আরসিবি, ৮.৭৫ কোটি টাকা)

গত সিজনে প্রথমবারের মতো শিরোপা জিতেও লিভিংস্টোনের ফর্ম ছিল হতাশাজনক। আট ইনিংসে ১১২ রান, বল হাতে মাত্র ২ উইকেট। প্রত্যাশার ধারে কাছেও যেতে পারেননি ইংলিশ এই অলরাউন্ডার। ফলে আরসিবির রিলিজ তালিকায় তার নামও উঠে এসেছে।

নিলামে কাদের চাইছে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি? সামনে এল রিপোর্ট কার্ড!

আগামী আইপিএল ২০২৬ নিলাম এখন থেকেই উত্তেজনার কেন্দ্রবিন্দু। ব্যর্থতার কারণে রিলিজ হলেও প্রতিটি খেলোয়াড়ই ম্যাচ উইনার। নতুন দলে গিয়ে তারা ঘুরে দাঁড়াতে পারেন, এমনটাই প্রত্যাশা ক্রিকেটবিশ্বের। আবুধাবির নিলাম মঞ্চে তাই চোখ থাকবে এই পাঁচ বড় তারকার দিকে।