আইপিএল ২০২৬ (IPL 2026) নিলামের আগে দলবদল ঘিরে উত্তেজনা তুঙ্গে। ১৫ নভেম্বরের মধ্যেই প্রতিটি দলকে জানাতে হবে তারা কাদের ধরে রাখছে আর কাদের ছেড়ে দিচ্ছে। সেই তালিকা প্রকাশের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে শুরু হয়েছে ক্রিকেটার অদলবদলের চূড়ান্ত টানাপোড়েন। এই মুহূর্তে সেই দড়ি টানাটানির কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন।
সঞ্জুকে নিতে মরিয়া চেন্নাই
খবর সূত্রে জানা গিয়েছে, চেন্নাই সুপার কিংস ইতিমধ্যেই রাজস্থানের সঙ্গে সঞ্জুকে নেওয়া নিয়ে গভীর আলোচনা চালাচ্ছে। রাজস্থানও তাদের অধিনায়ককে ছেড়ে দিতে আগ্রহী। তবে শর্ত রেখেছে স্পষ্ট, সঞ্জুর বদলে চেন্নাইকে দিতে হবে রবীন্দ্র জাডেজা ও স্যাম কারেনকে।
সূত্রের দাবি, এই প্রস্তাবে প্রাথমিকভাবে রাজি হয়েছিল চেন্নাই। তবে জাডেজার সম্মতি ছাড়া তাঁকে ছাড়া হবে না, এমনই জানিয়েছেন সিএসকের ম্যানেজমেন্ট।
রাজস্থানের নতুন বায়না: কারেন নয়, চাই পাথিরানা!
কিন্তু এখানেই বদলে গেল চিত্র। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, রাজস্থান রয়্যালস হঠাৎই নতুন দাবি তুলেছে। স্যাম কারেন নয়, জাডেজার সঙ্গে চাই শ্রীলঙ্কান পেসার পাথিরানাকে। এই দাবি মেনে নিতে কার্যত নারাজ চেন্নাই। দলের অভ্যন্তরীণ বৈঠকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, কোচ স্টিফেন ফ্লেমিং ও পরামর্শক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আলোচনা করে চেন্নাই জানিয়ে দিয়েছে, “জাডেজা নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু ভবিষ্যতের তারকা পাথিরানাকে কোনওভাবেই ছাড়া হবে না।”
দিল্লি ক্যাপিটালসও ছিল দৌড়ে
এর আগে সঞ্জু স্যামসনের জন্য দিল্লি ক্যাপিটালসও আগ্রহ দেখিয়েছিল। দিল্লি রাজস্থানকে অফার করেছিল ত্রিস্তান স্টাবস, তবে রাজস্থান সেখানে আরও এক ধাপ এগিয়ে গিয়ে চেয়েছিল তরুণ ভারতীয় ব্যাটার সমীর রিজভিকেও। তাতে রাজি হয়নি দিল্লি, ফলে ভেস্তে যায় সেই ডিলও।
এখন সঞ্জুর জন্য একমাত্র আলোচনায় রয়েছে রাজস্থান ও চেন্নাই।
উল্লেখযোগ্য বিষয়, রবীন্দ্র জাডেজার আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল রাজস্থান রয়্যালসের হাত ধরেই। প্রথম মরসুমে সেই দলের হয়েই চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। অন্যদিকে, সঞ্জু স্যামসন রাজস্থানের সঙ্গে দীর্ঘ ১১ বছর কাটিয়েছেন, নেতৃত্বও দিয়েছেন দলকে। গত মরশুমের পরেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, “এ বার দল বদলানোর সময় এসেছে।”
রাজস্থান রয়্যালসের নতুন দাবি মেনে নিতে নারাজ চেন্নাই সুপার কিংস। ফলে আবারও অনিশ্চয়তার মুখে সঞ্জুর দলবদল। ফ্র্যাঞ্চাইজিরা এখন চুপচাপ অপেক্ষা করছে ১৫ নভেম্বরের জন্য। সেই দিনই স্পষ্ট হবে, সঞ্জু থাকছেন রাজস্থানে নাকি ধোনির প্রিয় চেন্নাইয়ে দেখা যাবে নতুন রূপে তাঁকে।


