বড় চমক সব দলে! কাকে রাখল, কাকে ছাড়ল, কে কত টাকা নিয়ে নিলামে?

আইপিএল ২০২৬ (IPL 2026) নিলামের আগে সব দলের রিটেনশন ও রিলিজড খেলোয়াড়দের তালিকা ঘোষণা করা হয়েছে। তালিকায় একাধিক বড়সড় চমক আছে। একদিকে দেখা যাচ্ছে বহু…

ipl-2026-retention-release-players-list-with-purse

আইপিএল ২০২৬ (IPL 2026) নিলামের আগে সব দলের রিটেনশন ও রিলিজড খেলোয়াড়দের তালিকা ঘোষণা করা হয়েছে। তালিকায় একাধিক বড়সড় চমক আছে। একদিকে দেখা যাচ্ছে বহু নামকরা তারকা দল ছেড়ে বেরিয়েছেন। অন্যদিকে নতুন মরশুমে অনেকের উপর দলগুলোর ভরসা রয়েছে। আইপিএলের মহা নিলাম ১৬ ডিসেম্বর। নিলামের আগে কার হাতে কত টাকা থাকবে, সেটিও এখন বড় খবর।

Advertisements

৮০৭ দিন পর সেঞ্চুরি করে ‘কিং’ স্টাইল সেলিব্রেশন কোহলি-রোহিত সতীর্থের

   

কলকাতা নাইট রাইডার্স (KKR)

রিটেনশন তালিকা: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, অঙ্ককৃষ রঘুবংশী, রভম্যান পাওয়েল, মণীশ পাণ্ডে, অনুকূল রায়, রমনদীপ সিং, বৈভব অরোরা, হর্ষিত রানা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, উমরান মালিক।

রিলিজড খেলোয়াড়: লভনিত সিসোদিয়া, কুইন্টন ডি’কক, রহমানুল্লা গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, মইন আলি, স্পেনসার জনসন, আনরিখ নরকিয়া, চেতন সাকারিয়া, ময়ঙ্ক মার্কণ্ডে।

বাকি স্লট: ১৩

পার্স: ৬৪.৩ কোটি টাকা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)

রিটেনশন তালিকা: রজত পাতিদার (অধিনায়ক), বিরাট কোহলি, যশ দয়াল, জস হ্যাজেলউড, ফিল সল্ট, জিতেশ শর্মা, রশিখ দার, সুয়শ শর্মা, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নুয়ান থুসারা, জ্যাকব বেথেল, দেবদত্ত পাড়িক্কল, অভিনন্দন সিং।

রিলিজড খেলোয়াড়: স্বস্তিক চিকারা, ময়ঙ্ক আগরওয়াল, মনোজ ভাণ্ডাগে, লিয়াম লিভিংস্টোন, লুঙ্গি এনগিডি, মোহিত রাঠি, টিম সেইফার্ট, ব্লেসিং মুজারাবানি।

বাকি স্লট: ৮

পার্স: ১৬.৪ কোটি টাকা

চেন্নাই সুপার কিংস (CSK)

রিটেনশন তালিকা: ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), আয়ুষ মাত্রে, এমএস ধোনি, ডিওয়াল্ড ব্রেভিস, উর্ভিল প্যাটেল, শিবম দুবে, জেমি ওভারটন, রামকৃষ্ণ ঘোষ, নূর আহমেদ, খলিল আহমেদ, অংশুল কাম্বোজ, গুরজাপনীত সিং, শ্রেয়স গোপাল, মুকেশ চৌধুরী, নাথান এলিস।

রিলিজড খেলোয়াড়: রবীন্দ্র জাদেজা, ডেভন কনওয়ে, স্যাম কুরান, মাথিশা পাথিরানা, আন্দ্রে সিদ্ধার্থ, শাইক রশিদ, রাচীন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, বংশ বেদি, দীপক হুডা, বিজয় শঙ্কর, কমলেশ নগরকোটি।

ট্রেড ইন: সঞ্জু স্যামসন (১৮ কোটি)

বাকি স্লট: ৯

পার্স: ৪৩.৪০ কোটি টাকা

লখনউ সুপার জায়ান্টস (LSG)

রিটেনশন তালিকা: ঋষভ পন্থ (অধিনায়ক), আইডেন মার্করাম, হিম্মত সিং, ম্যাথু ব্রিটজকে, নিকোলাস পুরান, মিচেল মার্শ, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, আরশিন কুলকার্নি, আয়ুশ বাদোনি, আভেশ খান, এম সিদ্ধার্থ, দিগ্বেশ সিং রাঠি, আকাশ সিং, প্রিন্স যাদব, ময়ঙ্ক যাদব, মহসিন খান।

রিলিজড খেলোয়াড়: ডেভিড মিলার, আরিয়ান জুয়াল, যুবরাজ চৌধুরী, রাজ্যবর্ধন হাঙ্গারগেকর, শামার জোসেফ, আকাশ দীপ, রবি বিষ্ণোই, শার্দূল ঠাকুর।

ট্রেড ইন: মহম্মদ শামি (সানরাইজার্স থেকে ১০ কোটি), অর্জুন তেণ্ডুলকর (মুম্বই ইন্ডিয়ান্স থেকে ৩০ লক্ষ)

বাকি স্লট: ৬

পার্স: ২২.৯৫ কোটি টাকা

মুম্বই ইন্ডিয়ান্স (MI)

রিটেনশন তালিকা: হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরাহ, রবিন মিঞ্জ, রায়ান রিকেলটন, তিলক বর্মা, নমন ধীর, উইল জ্যাকস, মিচেল স্যান্টনার, রাজ অঙ্গদ বাওয়া, করবিন বশ, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, অশ্বনী কুমার, আল্লাহ ঘফনজার।

রিলিজড খেলোয়াড়: মুজিব উর রহমান, রিস টপলে, লিজাদ উইলিয়ামস, ভিগনেশ পুথুর, কর্ণ শর্মা, কৃষ্ণান শ্রীজিৎ, সত্যনারায়ণ রাজু, বেভন জ্যাকবস, অর্জুন তেণ্ডুলকর

ট্রেড ইন: শেরফিন রাদারফোর্ড (গুজরাট থেকে ২.৬ কোটি), ময়ঙ্ক মার্কণ্ডে (কেকেআর থেকে ৩০ লক্ষ), শার্দূল ঠাকুর (LSG থেকে ২ কোটি)

বাকি স্লট: ৫

পার্স: ২.৭৫ কোটি টাকা

অন্যান্য দলগুলো পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটান্স—তাদের রিটেনশন ও পার্সও আগের মতো স্পষ্ট করা হয়েছে।

নিলামের আগে এই তালিকা দেখে বোঝা যাচ্ছে যে, বড় বড় দল তাদের মূল তারকাদের ধরে রেখেছে, তবে রিলিজড প্লেয়ারদের মধ্যে নতুন চমক দেখার অপেক্ষা। বিশেষ করে কেকেআর, চেন্নাই এবং মুম্বইয়ের পার্স তালিকায় বড় পার্থক্য রয়েছে যা নিলামে তাদের কৌশলকে প্রভাবিত করবে।আইপিএল ২০২৬ নিলামে এখন দেখার বিষয়, এই পার্স ও দলবদল কোন খেলোয়াড়দের জন্য সুখবর এবং কোন দলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

Advertisements