আইপিএলের মঞ্চে (IPL 2026 Retention List) এক যুগ ধরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে অটুট সম্পর্ক গড়ে তুলেছিলেন আন্দ্রে রাসেল। সোনালি-বেগুনি জার্সিতে তাঁর ব্যাটের ঝড়, বোলিংয়ের আগুন। সব মিলিয়ে রাসেল যেন কেকেআরের এক আবেগের নাম। কিন্তু সেই অধ্যায় এবার শেষ। মিনি নিলামের আগে বড় সিদ্ধান্ত নিল নাইট শিবির। ১১ বছরের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল ক্যারিবিয়ান অলরাউন্ডারের সঙ্গে।
ক্রিকেটের ননন্দকাননে কিংবদন্তি কপিলদেবকে ছুঁয়ে রেকর্ড বুকে ‘জাড্ডু’
গত মরশুমেই ইঙ্গিত ছিল, এবার অফিসিয়ালি বিদায়
গত আইপিএলে ফর্মে ছিলেন না রাসেল। ইনজুরিও পিছু ছাড়েনি। ফলে প্রথম একাদশে থাকলেও আগের মতো ম্যাচ জেতানো পারফরম্যান্স দিতে পারছিলেন না তিনি। শেষ পর্যন্ত কেকেআর ম্যানেজমেন্ট কঠিন সিদ্ধান্তই নিল। শনিবার প্রকাশ পেল রিটেনশন লিস্ট, আর সেখানে নেই রাসেলের নাম।
গত মরশুমে তাঁকে ১২ কোটি টাকায় দলে রেখেছিল কেকেআর। পার্স থেকে কাটা হয়েছিল ১৮ কোটি টাকা। এবার সেই টাকাই ফিরে আসছে কেকেআরের তহবিলে। মিনি নিলামে বড় ভূমিকা রাখবে।
২০১৪ সালে নাইটদের দলে আসেন রাসেল। তারপর থেকে কেটেছে এক দশক—অসংখ্য ম্যাচ জেতানো ইনিংস, অবিশ্বাস্য বোলিং স্পেল। সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন ইডেনের ‘ক্যারিবিয়ান দৈত্য’। আইপিএলের ১৪০ ম্যাচে রাসেলের রান ২৬৫১। চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁর ৮৮ রানের ঝড় আজও আলোচনায়। বোলিংয়েও ১২৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে ১৫ রানে ৫ উইকেট—কেকেআরের ইতিহাসে অন্যতম সেরা স্পেল। তবুও সময়ের সঙ্গে সঙ্গে পারফরম্যান্সে ভাটা পড়ে। ক্রমে দলের বোঝা হয়ে উঠছিলেন বলে মনে করছিল ম্যানেজমেন্ট। তাই এবারই সময় মনে করে তাঁকে মুক্তি দিল কেকেআর।
বড় চমক—ছাড়লেন ভেঙ্কটেশ আইয়ারকেও
রাসেলের সঙ্গে ছাঁটাই তালিকায় আরেক বড় নাম ভেঙ্কটেশ আইয়ার। ২০২১ সালে দুর্দান্ত পারফরম্যান্সে কেকেআরকে ফাইনালে তুলেছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় মহা নিলামে তাঁকে ধরে রাখার সিদ্ধান্ত নেন কর্তারা। কিন্তু গত মরশুমে একেবারেই স্বরূপে ছিলেন না ভেঙ্কটেশ। অথচ নিলামে তাঁকে কেনা হয়েছিল অবিশ্বাস্য ২৩.৭৫ কোটিতে!
এবার কলকাতা সেই ভুলের পুনরাবৃত্তি চায়নি। নিলামে আবার তাঁকে নেওয়া হলেও দাম অনেক কম হতে পারে বলে ধারণা। কেবল রাসেল বা ভেঙ্কটেশই নন, আরও বেশ কিছু বিদেশিকে ছেড়ে দিল কেকেআর। সেই তালিকায় মইন আলি, অনরিখ নরকিয়া, কুইন্টন ডি’ কক, রহমানুল্লাহ গুরবাজ, স্পেন্সার জনসন।
মিনি নিলামের আগে পরিষ্কার, আগামী মরশুমে নতুন রূপে দেখা যাবে কেকেআরকে। বড় বাজেটে বিরাট শপিং স্প্রি করতে পারে কিং খানের দল।
</
🚨 KKR’s Top 5 Releases for IPL 2026 🚨
* Andre Russell
* Venkatesh Iyer
* Quinton de Kock
* Moeen Ali
* Anrich NortjeReleasing Andre Russell is the biggest shock… absolutely unexpected! 🤯#IPL2026 #KKR #KKRReleases #AndreRussell #IPLAuction #TATAIPL #ipltrade #IPL2026 pic.twitter.com/DXOeeOEFCp
— Piyush Nagar (@PiyushNagar135) November 15, 2025
>


