IPL ২০২৬ আগেই পঞ্জাব কিংস সম্ভবত বিদায় জানাবে পাঁচ তারকা ক্রিকেটারকে!

IPL 2026 Punjab Kings like to release 5 star cricketers

আইপিএল ২০২৫ আসরটা পঞ্জাব কিংসের (Punjab Kings) জন্য ছিল রূপকথার মতো। দীর্ঘ এক দশক পর তারা ফাইনালে পৌঁছেছিল, অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও হেড কোচ রিকি পন্টিংয়ের নেতৃত্বে। তবে, ফাইনালে হারের কষ্ট সত্ত্বেও দলের পারফরম্যান্স ছিল অনুপ্রেরণাদায়ী। এখন যখন ২০২৬ আইপিএলের (IPL 2026) নিলাম সামনে, তখন ফ্র্যাঞ্চাইজি চাইছে আরও গোছানো ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়তে। আর সেই লক্ষ্যে কিছু খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে তারা।

১. লকি ফার্গুসন (Lockie Ferguson)

নিউজিল্যান্ডের তারকা পেসার লকি ফার্গুসন বিশ্বজুড়ে পরিচিত তার গতির জন্য। ২০২৫ সালে পঞ্জাব কিংসের হয়ে মাত্র তিনটি ম্যাচে মাঠে নামেন তিনি এবং নেন ৫ উইকেট। তবে ৯.১৬ ইকোনমি রেট এবং চোটের কারণে মৌসুম মাঝপথেই ছিটকে পড়েন। একাধিকবার চোটগ্রস্ত হওয়া এই পেসারকে হয়তো এবার ছেড়ে দিতে পারে পাঞ্জাব। এতে বাজেটেও স্বস্তি আসবে এবং বিকল্প পেসার নেওয়ার সুযোগ তৈরি হবে।

২. বিজয়কুমার বৈশ্যাক (Vijaykumar Vyshak)

কর্ণাটকের এই ডানহাতি পেসার সীমিত সুযোগ পেলেও ভালো বোলিং করেছেন। ৫ ম্যাচে ৪ উইকেট নিলেও দলে তার অবস্থান খুব একটা পোক্ত হয়নি। তার ব্যাটিং দক্ষতাও সীমিত। ফলে স্কোয়াডে জায়গা করে দিতে অন্য কোনো উদীয়মান পেসারকে সুযোগ দিতে পারেন রিকি পন্টিং।

Punjab Kings to IPL Final After 11 Years
Punjab Kings to IPL Final After 11 Years

৩. বিষ্ণু বিনোদ (Vishnu Vinod)

অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার বিষ্ণু বিনোদ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক হলেও আইপিএলে এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি। ২০২৫ মরসুমে তিনি এক ম্যাচেও সুযোগ পাননি। সেকেন্ড চয়েস কিপার হিসেবে দলে থাকলেও কার্যত তার ভূমিকা ছিল নেই বললেই চলে। ফলে নতুন সিজনের আগে তাকে ছেড়ে দিয়ে একটি স্পট খালি রাখতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।

৪. যশ ঠাকুর (Yash Thakur)

২০২৫ সালে ১.৬ কোটি টাকায় কেনা হয় যশ ঠাকুরকে। তবে মাত্র ২ ম্যাচ খেলে ১ উইকেট পান তিনি। আইপিএলে তিন বছরে তার ইকোনমি রেট ১০.৪২, টি-টোয়েন্টিতে বেশ ব্যয়বহুল। যদিও তিনি স্লোয়ার ও ইয়র্কার ভালো করতে পারেন, তবে নিরবচ্ছিন্ন সুযোগ না পেলে তার দক্ষতা কাজে আসবে না। অন্যদিকে, পাঞ্জাব আরও অভিজ্ঞ বা কার্যকর পেসারের দিকে নজর দিতে চাইবে।

Advertisements

৫. গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)

অস্ট্রেলিয়ান সুপারস্টার গ্লেন ম্যাক্সওয়েলকে ৪.২ কোটি টাকায় স্কোয়াডে নিয়েছিল পঞ্জাব। তবে তিনি ৭ ম্যাচে মাত্র ৪৮ রান ও ৪ উইকেট নিয়েই চোটের কারণে টুর্নামেন্ট শেষ করে দেন। ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডারকে ঘিরে যতটা প্রত্যাশা ছিল, তার কিছুই পূরণ হয়নি। ব্যাটিং ও বোলিং দুটোতেই নিষ্প্রভ ছিলেন তিনি। ফলে ফ্র্যাঞ্চাইজি নতুনভাবে স্কোয়াড গঠনে ম্যাক্সওয়েলের পরিবর্তে অন্য কাউকে বিবেচনা করতে পারে।

২০২৬ সালের (IPL 2026) নিলাম সামনে রেখে এই পাঁচজন খেলোয়াড়কে সম্ভবত ছেড়ে দিয়ে পঞ্জাব কিংস তাদের স্কোয়াডে নতুন রক্ত আনতে চাইবে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য দরকার একট পরিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ দল। তাই কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। কে জানে, এই রদবদলই হয়তো পাঞ্জাব কিংসকে ২০২৬ সালে প্রথমবারের মতো ট্রফি এনে দিতে পারে!

IPL 2026 Punjab Kings like to release 5 star cricketers