HomeSports NewsCricketIPL ছেড়ে প্রতিবেশী দেশের নামজাদা লিগে খেলবেন প্রাক্তন নাইট তারকা

IPL ছেড়ে প্রতিবেশী দেশের নামজাদা লিগে খেলবেন প্রাক্তন নাইট তারকা

- Advertisement -

আইপিএল মিনি নিলামের (IPL 2026) আগে বড় সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলি (Moeen Ali)। নাম লেখালেন না ভারতের টি-টোয়েন্টি লিগে, বরং বেছে নিলেন পাকিস্তান সুপার লিগকে। ফাফ ডু’প্লেসিসের পর আরও এক তারকা ক্রিকেটারকে হারাল আইপিএল। গতবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে তেমন সাফল্য না পাওয়ায় আইপিএলে অবিক্রীত থাকার আশঙ্কাই তাঁকে সরে দাঁড়াতে বাধ্য করেছে বলে মনে করছেন একাংশ।

নিলামে নাম তুলে IPL থেকে অবসরের জল্পনা উসকে দিলেন এই অজি তারকা!

   

২০১৮ সাল থেকে আইপিএলে খেলছেন মঈন। প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পরে চেন্নাই সুপার কিংসের হয়ে দাপট দেখিয়েছেন তিনি। গত মরশুমে কেকেআরের হয়ে মাত্র ছ’টি ম্যাচ খেলে রান তোলেন হাতে গোনা, বল হাতেও তেমন সাফল্য আসেনি। ফলে নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় নাইট শিবির। এর পর থেকেই তাঁর গন্তব্য নিয়ে জল্পনা চলছিল। শেষমেশ নিজেই সামাজিকমাধ্যমে ঘোষণা করেন, ‘আইপিএল নয়, খেলবেন পিএসএলে’।

পিএসএলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মঈন জানান, “পিএসএলে যোগ দিচ্ছি। ভীষণ উত্তেজিত লাগছে। পিএসএল বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ। প্রতিটি দলে বিশ্বের সেরা প্রতিভারা রয়েছে। পাকিস্তানের মাটিতে খেললে সব সময়ই বিশেষ অনুভূতি হয়। ক্রিকেটের মান, দর্শকদের আবেগ সব মিলিয়ে পরিবেশটাই দারুণ। নতুন অভিজ্ঞতার জন্য পুরোপুরি প্রস্তুত।”

৩৮ বছর বয়সি এই অলরাউন্ডার আইপিএলে ৭৩টি ম্যাচে করেছেন ১১৬৭ রান, নিয়েছেন ৪১ উইকেট। অভিজ্ঞতা, বহুমুখিতা এবং সাবলীল ব্যাটিং তাঁকে বহুদিন ধরেই করেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ। তবে মাতৃভূমির লিগে ফেরার সিদ্ধান্তে আলোচনার ঝড় উঠেছে দুই দেশের ক্রিকেটমহলেই।

‘সম্মানহানি হচ্ছে…!’ ফেডারেশনকে ‘লিগ্যাল নোটিস’ লাল-হলুদ ফুটবলারের

ফাফ ডু’প্লেসিসের পর মঈনের পাকিস্তান লিগমুখী হওয়া নিঃসন্দেহে আইপিএলের জন্য ধাক্কা। বিশেষত অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটারদের একের পর এক অন্য লিগে চলে যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে আইপিএলের ভবিষ্যৎ পরিকল্পনা ও দলগুলোর কৌশল নিয়ে।

তবে মঈনের নিজের মতে, এখন তাঁর লক্ষ্য নতুন অভিজ্ঞতা, নতুন পরিবেশে নতুনভাবে নিজেকে মেলে ধরা। পাকিস্তানের দর্শকদের আবেগ তাঁকে বরাবরই আকৃষ্ট করেছে। সেই আবহেই তিনি গড়তে চান নতুন স্মৃতি, নতুন অধ্যায়। নতুন জার্সিতে এবার কেমন পারফরম্যান্স করেন মঈন? সেদিকে নজর থাকবে বিশ্বের ক্রিকেটপ্রেমীদের।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular