সঞ্জু–জাদেজা সহ আট তারকার নতুন ঠিকানা, দলবদল প্রাক্তন নাইট অধিনায়কেরও

ipl-2026-mega-trade-eight-players-transfer-news

আইপিএলের (IPL 2026) রিটেনশন ডেডলাইন ঘনিয়ে আসতেই যেন দলবদলের ফেরিওয়ালা নেমে পড়ল ক্রিকেট বাজারে। জল্পনা, গুঞ্জন, পর্দার আড়ালের কথাবার্তা সব মিলিয়ে যে আগুন জ্বলছিল, ডেডলাইনের কয়েক ঘণ্টা আগে তারই সত্যতা মিলল একের পর এক সরকারি ঘোষণায়। মোট আট ক্রিকেটারের ঠিকানা বদল হল একই দিনে, যাঁদের মধ্যে রয়েছেন সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, নীতীশ রানা, অর্জুন তেণ্ডুলকরের মতো চেনা মুখ।

Advertisements

স্যামসন–জাদেজা: জমজমাট ‘ব্লকবাস্টার’ ট্রেড

জল্পনা বহুদিন ধরেই ক্রিকেটমহলে ঘুরে বেড়াচ্ছিল, সেই সঞ্জু স্যামসনের রাজস্থান ছাড়ার খবর অবশেষে পাকাপাকি হল। রাজস্থান রয়্যালসের তারকা উইকেটকিপার-ব্যাটারকে নিজেদের দলে নিল চেন্নাই সুপার কিংস, আর তার বদলে রাজস্থান পেল রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে।

   

আইপিএলের ইতিহাসে অন্যতম আলোচিত এই ট্রেড নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। জাদেজার প্রত্যাবর্তন রাজস্থানে যেন আবেগঘন অধ্যায়ের পুনরাবৃত্তি—এই দল থেকেই তো তিনি শুরু করেছিলেন নিজের আইপিএল সফর।

অন্যদিকে, চেন্নাইয়ের অন্দরমহলে এখন বড় প্রশ্ন—ধোনির পর অধিনায়ক কি তবে সঞ্জুই? সিএসকে যে নতুন যুগে প্রবেশ করতে চলেছে, তার ইঙ্গিত যেন মিলেই গেল।

Advertisements

শামি ও অর্জুন একসঙ্গে

জল্পনা ছিল, তবে ঘোষণা আরও নাটকীয়। সানরাইজার্স হায়দরাবাদ থেকে অভিজ্ঞ পেসার মহম্মদ শামিকে তুলে নিল লখনউ সুপার জায়ান্টস। গত মরশুমে ১০ কোটিতে কেনা শামি একই দামে এবার নতুন যাত্রায় নামবেন লখনউয়ের জার্সিতে। তার সঙ্গে যোগ দিচ্ছেন আরেক আলোচিত নাম অর্জুন তেণ্ডুলকর। মুম্বই ইন্ডিয়ান্সে থাকার পর এবার এলএসজিতে তাঁকে ভরসা রাখতে চাইছে গোয়েঙ্কা শিবির।

প্রাক্তন নাইট অধিনায়ক নীতীশ রানা কি রাজস্থান ছাড়ছেন? এমন প্রশ্ন বহুদিন ধরে ঘুরছিল। অবশেষে জল্পনা সত্যি হল। রাজস্থান তাঁকে ছাড়ল, কিন্তু গন্তব্য হল দিল্লি ক্যাপিটালস। কেকেআরের স্পিনার ময়ঙ্ক মার্কান্ডে যাচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্সে, যেখানে তিনি প্রথম আইপিএলে নজর কেড়েছিলেন। অন্যদিকে, ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে রাজস্থান রয়্যালস দলে নিল ডোনভ্যান ফেরেরিয়াকে, যাঁকে নিয়ে ম্যানেজমেন্টের প্রত্যাশা বেশ উঁচু।