নিলামের আগেই এল ‘বিরাট’ আপডেট, এই ক্রিকেটারকে পাচ্ছে না KKR!

ipl-2026-kl-rahul-kkr-transfer-rumours-delhi-capitals

ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের মিনি-নিলাম (IPL 2026)। তার আগেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে শুরু হয়ে গিয়েছে ট্রান্সফার-গুঞ্জন, খেলোয়াড় বিনিময়ের সম্ভাবনা আর দলবদলের গল্প। সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন লোকেশ রাহুল। শোনা যাচ্ছিল, এবার হয়তো কলকাতা নাইট রাইডার্সের বেগুনি জার্সিতে দেখা যাবে ভারতের এই তারকা ব্যাটারকে। কিন্তু শেষ পর্যন্ত সেই আশা ভেস্তে গেল।

Advertisements

সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে রাহুলকে নিয়ে আলোচনা এগোলেও, কোনও ঐকমত্যে পৌঁছনো যায়নি। দিল্লি ফ্র্যাঞ্চাইজি শুরুতে রাহুলকে ছেড়ে দিতে রাজি থাকলেও, বিনিময়ে তারা যে ক্রিকেটারদের দাবি করেছে, তাতেই জট তৈরি হয়েছে।

   

জানা গিয়েছে, দিল্লির প্রথম পছন্দ ছিল কেকেআরের অন্যতম সেরা তারকা সুনীল নারিন। তবে নারিনকে ছাড়ার কোনও প্রশ্নই ওঠেনি কলকাতা শিবিরে। বরং দল সর্বকালের সেরা ম্যাচ উইনার হিসেবে তাঁকে পরবর্তী সিজনে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

এরপর দিল্লির পক্ষ থেকে দ্বিতীয় প্রস্তাব আসে। রাহুলের পরিবর্তে অঙ্গকৃশ রঘুবংশী ও রিঙ্কু সিংকে দেওয়ার। কিন্তু নাইট ম্যানেজমেন্ট এই প্রস্তাবও সরাসরি খারিজ করে দেয়। তৃতীয় বিকল্প হিসেবে দিল্লি চেয়েছিল অঙ্গকৃশ ও হর্ষিত রানাকে, তাতেও সাড়া মেলেনি।

অঙ্গকৃশকে নিয়ে নাইটদের পরিকল্পনা অনেক দূরগামী। দলের নতুন কোচ অভিষেক নায়ারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক, এমনকি নায়ারই তাঁর ব্যক্তিগত কোচ। ফলে তরুণ এই ব্যাটারকে হাতছাড়া করতে নারাজ কেকেআর। অন্যদিকে, অঙ্গকৃশের সংযোগ রয়েছে দিল্লির মালিক সংস্থা জেএসডব্লু’র সঙ্গেও। তাই তাঁকে পেতে মরিয়া দিল্লি ক্যাপিটালস।

Advertisements

এদিকে রোহিত শর্মার কেকেআরে আসার গুঞ্জনও কার্যত স্তব্ধ। মুম্বই ইন্ডিয়ান্সের সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্টেই স্পষ্ট হয়েছে, “পরের দিন সূর্য ওঠা নিশ্চিত, কিন্তু তা রাতে (নাইট) হওয়া অসম্ভব।” এই বার্তায় ‘নাইট’ শব্দের ব্যবহার থেকেই ইঙ্গিত মেলে, রোহিতের দলবদল কার্যত অসম্ভব।

অন্যদিকে, শোনা যাচ্ছে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনকে দলে নিতে আগ্রহী। যদি সেই চুক্তি সম্পন্ন হয়, তবে রাহুলকে রেখে দেওয়া তাদের পক্ষেও কঠিন হবে। ফলে বর্তমানে দোটানায় রয়েছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।

সব মিলিয়ে এবারের মিনি-নিলামের আগে ক্রিকেট মহলে জোর গুঞ্জন থাকলেও। লোকেশ রাহুলের কেকেআরে আসা এখন কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে। বেগুনি শিবির আপাতত নিজেদের তরুণ প্রতিভাদের নিয়েই আগামী মরশুমের পরিকল্পনায় মন দিয়েছে।