HomeSports NewsCricketচেন্নাই থেকে কলকাতা? ধোনির এই সতীর্থকে দলে টানতে আগ্রহী শাহরুখের ফ্র্যাঞ্চাইজি!

চেন্নাই থেকে কলকাতা? ধোনির এই সতীর্থকে দলে টানতে আগ্রহী শাহরুখের ফ্র্যাঞ্চাইজি!

- Advertisement -

আইপিএলের ২০২৬ (IPL 2026) মরসুমের আগে জমে উঠেছে দলবদলের বাজার। এবার শোনা যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের ঘর ভেঙে এক ভারতীয় তারকা ক্রিকেটারকে নিজেদের দলে নিতে কোমর বেঁধেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ক্রিকেট মহলে জোর জল্পনা, চেন্নাইয়ের ব্যাটার রাহুল ত্রিপাঠীকে নাকি নজরে রেখেছেন নাইটদের নতুন কোচ অভিষেক নায়ার।

সম্প্রতি চন্দ্রকান্ত পণ্ডিত কোচের পদ ছাড়ার পর নাইট ম্যানেজমেন্ট দ্রুতই অভিষেক নায়ারকে দায়িত্বে আনে। কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই অভিষেক ভবিষ্যতের পরিকল্পনা শুরু করেছেন। তার লক্ষ্য দলকে নতুন ছন্দে ফেরানো ও শক্তিশালী ব্যাটিং লাইন-আপ গঠন। সেই কারণেই নাকি ধোনির দল থেকে রাহুল ত্রিপাঠীকে টানতে আগ্রহী তিনি।

   

ক্রিকবাজের প্রতিবেদনে জানা গিয়েছে, আগামী ১৫ নভেম্বর আইপিএলের দশটি দল তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করবে। আর ডিসেম্বরের ১৩ থেকে ১৬ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে নিলাম পর্ব। তার আগেই ক্রিকেট অ্যাডিক্টরের রিপোর্টে দাবি করা হয়েছে, নাইট শিবির রাহুল ত্রিপাঠীর সঙ্গে যোগাযোগ রাখছে।

সূত্রের খবর, চেন্নাই সুপার কিংস আগামী মরসুমে বেশ কিছু সিনিয়র ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে, যার মধ্যে রাহুলের নামও শোনা যাচ্ছে। এই গুঞ্জন কানে যেতেই কলকাতা নাইট রাইডার্স নাকি দ্রুত পদক্ষেপ নিয়েছে তাঁকে দলে টানার জন্য। যদিও এখন পর্যন্ত শাহরুখ খানের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

এদিকে, সম্প্রতি এক পার্টিতে অভিষেক নায়ার ও রাহুল ত্রিপাঠীকে একসঙ্গে দেখা যাওয়ায় আরও জোরদার হয়েছে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হওয়ার পর নাইট ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। রাহুল ত্রিপাঠী অতীতে সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। দুই দলেরই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তাঁর আগ্রাসী ব্যাটিং এবং পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলার ক্ষমতা তাঁকে যে কোনও দলে অমূল্য সম্পদে পরিণত করতে পারে।

এখন দেখার, চেন্নাইয়ের ঘর ভেঙে সত্যিই কি রাহুল ত্রিপাঠীকে ফিরিয়ে আনতে পারে নাইট শিবির? নাকি এই জল্পনাই থেকে যাবে শুধুই রটনায়—তার উত্তর মিলবে নিলামের মঞ্চেই।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular