মিনি নিলামের পর KKR শিবিরে ঝড়! রাহানে নয় নাইটদের নেতৃত্ব দেবেন এই ক্রিকেটার?

ipl-2026-kkr-captain-rinku-singh-ajinkya-rahane

২০২৬ আইপিএল (IPL 2026) মরশুম শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি। কিন্তু তার আগেই কলকাতা নাইট রাইডার্সকে (KKR) ঘিরে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। সদ্য সমাপ্ত আইপিএল ২০২৬ মিনি নিলামের পর থেকেই সবচেয়ে বড় প্রশ্ন, আগামী মরশুমে কি বদলাতে চলেছে নাইটদের অধিনায়ক?

শুধু মোহনবাগান নয়, AFC শাস্তির কোপে গোয়া থেকে ফেডারেশন এবং বাংলাদেশ

   

নিলামে দাপট দেখাল কেকেআর

গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আয়োজিত মিনি নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই বাজেটের সদ্ব্যবহার করে একাধিক ম্যাচ উইনার ক্রিকেটারকে দলে নিয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। ক্যামেরন গ্রিন, রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমানের মতো তারকাদের অন্তর্ভুক্তি কেকেআর স্কোয়াডকে আরও শক্তিশালী করেছে।

অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন

গত মরশুমে অজিঙ্কা রাহানে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স করলেও, অধিনায়ক হিসেবে তাঁর সিদ্ধান্ত নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ফিল্ড প্লেসমেন্ট বা বোলিং পরিবর্তন, সব মিলিয়ে সমর্থকদের একাংশ মনে করছেন, নেতৃত্বে নতুন মুখ প্রয়োজন কেকেআরের।

৫ নভেম্বর রিটেন ও রিলিজড ক্রিকেটারদের তালিকা প্রকাশের পর থেকেই ধোঁয়াশা আরও বেড়েছে। তখনও স্পষ্ট করে জানানো হয়নি, আগামী মরশুমে রাহানেই অধিনায়ক থাকবেন কি না।

নতুন অধিনায়ক খোঁজে কেকেআর?

মিনি নিলামের পর যদিও কেকেআর আলাদা করে কোনও ‘ক্যাপ্টেন মেটিরিয়াল’ ক্রিকেটার কেনেনি, তবু ফ্র্যাঞ্চাইজির অন্দরমহলে যে নেতৃত্ব বদলের আলোচনা চলছে, তা অস্বীকার করা যাচ্ছে না। ভেঙ্কি মাইসোর অ্যান্ড কোম্পানি আপাতত বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে।

রিঙ্কু সিংয়ের দিকে নজর

এই আবহে সমর্থকদের একাংশের মতে, কেকেআর-এর আগামী অধিনায়ক হতে পারেন দলের তারকা ফিনিশার রিঙ্কু সিং। ইউপি টি-২০ লিগে অধিনায়ক হিসেবে সাফল্যের সঙ্গে দল পরিচালনা করেছেন রিঙ্কু। চাপের মুখে শান্ত মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং দলের ভিতরে তাঁর জনপ্রিয়তা। সব মিলিয়ে নেতৃত্বের জন্য তিনি আদর্শ পছন্দ হতে পারেন বলেই মত ক্রিকেট মহলের।

কেকেআরের রিটেন করা ক্রিকেটাররা

রিঙ্কু সিং, অঙ্গকৃশ রঘুবংশী, রোভম্যান পাওয়েল, অজিঙ্কা রাহানে, মণীশ পাণ্ডে, সুনীল নারিন, রমনদীপ সিং, অনুকূল রয়, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব অরোরা, উমরান মালিক

মিনি নিলামে কেনা ক্রিকেটাররা

ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথিশা পাথিরানা, তেজস্বী সিং, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠী, টিম সেইফার্ট, মুস্তাফিজুর রহমান, সার্থক রঞ্জন, দক্ষ কামরা, রাচিন রবীন্দ্র, আকাশ দীপ

এখন দেখার, ২০২৬ আইপিএল শুরুর আগে কেকেআর অধিনায়কত্ব নিয়ে কী সিদ্ধান্ত নেয়। অভিজ্ঞ রাহানে না কি নতুন যুগের প্রতীক রিঙ্কু? উত্তরের অপেক্ষায় গোটা নাইট শিবির।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন