HomeSports NewsCricketনিলামে এই পাঁচ তারকার জন্য টাকার ঝুলি খুলবেন সঞ্জীব গোয়েঙ্কা!

নিলামে এই পাঁচ তারকার জন্য টাকার ঝুলি খুলবেন সঞ্জীব গোয়েঙ্কা!

- Advertisement -

আইপিএল ২০২৬ (IPL 2026) নিলামের আগে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ইতিমধ্যেই সাতজন খেলোয়াড়কে রিলিজ করেছে এবং শার্দুল ঠাকুরকে মুম্বই ইন্ডিয়ান্সে ট্রেড করেছে। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে এলএসজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা প্রায় ২২.৯৫ কোটি টাকার পুঁজি নিয়ে নিলাম কক্ষে প্রবেশ করবেন। দলের মূল লক্ষ্য হবে বোলিং শক্তি বাড়ানো, বিশেষ করে অভিজ্ঞ বিদেশি পেসারদের দলে ভেড়ানো। দেখে নেওয়া যাক নিলামে লখনউয়ের পাঁচ সম্ভাব্য লক্ষ্য কারা হতে পারে।

১. মাথিশা পাথিরানা (শ্রীলঙ্কা)

বেশিরভাগ আইপিএল দলের মতো এলএসজির নজরেও থাকবে শ্রীলঙ্কার তরুণ তারকা পেসার মাথিশা পাথিরানা। চেন্নাই সুপার কিংসে চার সিজন খেলে ইতিমধ্যেই ডেথ ওভারে অন্যতম সেরা বোলার হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। এখন পর্যন্ত ৩২ ম্যাচে ৪৭ উইকেট তুলে নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন। ডেথ ওভারে তাঁর ধারালো ইয়র্কার এলএসজির জন্য বড় সম্পদ হতে পারে।

   

২. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)

বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানও এলএসজির পছন্দের তালিকায় থাকতে পারেন। টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী এই পেসার আইপিএলে আগে এসআরএইচ, এমআই, আরআর, সিএসকে ও ডিসির হয়ে খেলেছেন। অভিজ্ঞতা, বৈচিত্র্য ও ডেথ ওভারের দক্ষতা সব মিলিয়ে মুস্তাফিজ লখনউ বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করতে পারেন।

৩. ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)

নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার ম্যাট হেনরিও এলএসজির নজরে থাকতে পারেন। গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দিয়ে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। আইপিএল ২০২৪ এলএসজির হয়ে চারটি ম্যাচ খেলেছেন হেনরি। নতুন বলে সুইং করাতে পারদর্শী এই পেসার পাওয়ারপ্লেতে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

৪. গাস অ্যাটকিনসন (ইংল্যান্ড)

ইংল্যান্ডের উদীয়মান দ্রুতগতির বোলার গাস অ্যাটকিনসনও লখনউয়ের সম্ভাব্য লক্ষ্য। টেস্ট দলে তিনি ইংল্যান্ডের অন্যতম প্রধান পেসার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এখনো আইপিএলে অভিষেক হয়নি তাঁর, তবে গতি, বাউন্স এবং নিচের দিকে ব্যাট হাতে কিছু অবদান রাখার সক্ষমতা তাঁকে এলএসজির কাছে আকর্ষণীয় অপশন বানায়।

৫. হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)

বিদেশি অলরাউন্ডারদের মধ্যে শ্রীলঙ্কার স্পিনার ও সাবেক অধিনায়ক হাসারাঙ্গা লখনউ সুপার জায়ান্টসের বড় লক্ষ্য হতে পারেন। স্পিনে ম্যাচ ঘোরানোর ক্ষমতা এবং ব্যাট হাতে দ্রুত রান তোলার দক্ষতা—দুইই আছে তাঁর। অভিজ্ঞতা ও বহুমুখী পারফরম্যান্সের কারণে হাসারাঙ্গা মিডল ওভার নিয়ন্ত্রণে রাখতে দলে বিশেষ মূল্য যোগ করবেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular