HomeSports NewsCricketভারতীয় বোলারদের তালিকার শীর্ষে ভুবি,পাঁচে KKR তারকা!

ভারতীয় বোলারদের তালিকার শীর্ষে ভুবি,পাঁচে KKR তারকা!

- Advertisement -

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026) ইতিহাসে দ্রুততম ১০০ উইকেট নেওয়া বোলারদের কথা বললে প্রথমেই উঠে আসে কাগিসো রাবাডার নাম। মাত্র ৬৪ ম্যাচে শত উইকেটের মাইলফলক স্পর্শ করে রাবাডা গড়েছেন নজির। তবে দেশীয় বোলারদের পরিসংখ্যান আলাদা করে দেখলে, শীর্ষ পাঁচে উঠে এসেছে ভারতের কয়েকজন তারকা বোলারের নাম। তালিকায় জায়গা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের এক রহস্যময় স্পিনারেরও।

নিলামের আগে ক্রিকেট থেকে অবসর নিলেন এই তারকা ভারতীয় পেসার

ভারতীয়দের তালিকায় শীর্ষে ভুবনেশ্বর কুমার

আইপিএলে দ্রুততম ১০০ উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় সর্বপ্রথম স্থানে রয়েছেন ভারতীয় দলের নির্ভরযোগ্য পেসার ভুবনেশ্বর কুমার। মাত্র ৮১ ম্যাচে শত উইকেটের গণ্ডি স্পর্শ করেছেন তিনি। গত মরসুমে ১০.৭৫ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে যোগ দেওয়ার পর থেকে ভুবি দারুণ ছন্দে ছিলেন। ২০২৫ মরশুমে বেঙ্গালুরুর আইপিএল জয়ে তার অবদান ছিল উল্লেখযোগ্য। ২০২৬ তিনি থাকছেন বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবি শিবিরে।

   

দ্বিতীয় স্থানে হর্ষ প্যাটেল

ভুবনেশ্বরের ঠিক পরেই আছেন হর্ষ প্যাটেল, যিনি মাত্র ৮১ ম্যাচেই ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন। ২০২৩ সালে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এক ম্যাচে শত উইকেট পূর্ণ করেন তিনি। ডেথ ওভারে উইকেট তোলায় পারদর্শী হর্ষ নাম লিখিয়েছেন দ্রুততম ভারতীয় বোলারদের তালিকায়।

তৃতীয় স্থানে আশিস নেহরা

ভারতের সাবেক তারকা পেসার আশিস নেহরা রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। ৮৩ ম্যাচে শত উইকেট পূর্ণ করা নেহরা ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে এই মাইলফলকে পৌঁছান। তিনি আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ভারতীয় পেসার।

চতুর্থ স্থানে অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র

রহস্যময় লেগ-স্পিনে ব্যাটসম্যানদের দিশেহারা করা অমিত মিশ্র রয়েছেন চতুর্থ স্থানে। ৮৩ ম্যাচে ১০০ উইকেট নেওয়া মিশ্র আইপিএলের অন্যতম ধারাবাহিক ভারতীয় বোলার। তার স্পিন জাদু বহু ম্যাচে দলকে এনে দিয়েছে জয়।

পঞ্চম নম্বরে নাইটদের “মোক্ষম ব্রহ্মাস্ত্র” বরুণ চক্রবর্তী

পঞ্চম স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী। তিনি ৮৩ ম্যাচে আইপিএলে দ্রুততম শত উইকেটের তালিকায় নিজের নাম তুলেছেন। গত বছর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এক ম্যাচে তিনি এই সাফল্য অর্জন করেন। ধারাবাহিকতা, ভ্যারিয়েশন এবং নিখুঁত লাইন-লেংথে বরুণ আজ কেকেআরের বোলিং সাফল্যের অন্যতম প্রধান স্তম্ভ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular