নিলামের আগে এই তারকাকে নিতে চেয়েছিল CSK, মুখের উপর না বলল গুজরাট!

ipl-2026-csk-trade-offer-for-washington-sundar-rejected-by-Gujarat-Titans

আইপিএল ২০২৬ (IPL 2026) নিলামের আগে ট্রেডিং উইন্ডো এখন খোলা, আর এই সময়টাতেই শুরু হয়েছে দলবদলের জোর প্রস্তুতি। প্রতিবারের মতো এবারও চেন্নাই সুপার কিংস (CSK) নিজেদের দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মাঠে নেমেছে। জানা গিয়েছে, রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে দলে নিতে আগ্রহ দেখানোর পাশাপাশি তারা নজর দিয়েছিল গুজরাট টাইটান্সের এক তারকা অলরাউন্ডারের দিকেও। কিন্তু সেই চেষ্টায় বড় ধাক্কা খেল ধোনির চেন্নাই।

Advertisements

একাধিক রিপোর্ট অনুযায়ী, চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটান্সের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে ট্রেডিং উইন্ডোর মাধ্যমে দলে নিতে চেয়েছিল। তবে গুজরাট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সুন্দর তাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য, তাই ট্রেডের কোনও প্রশ্নই ওঠে না।

   

চেন্নাইয়ের কৌশল

চেন্নাই এখনই ভবিষ্যতের কথা ভেবে দল সাজাতে চাইছে। এম.এস. ধোনির অবসর নেওয়ার আগে এমন এক ব্যালান্সড স্কোয়াড তৈরি করতে চায়। আগামী কয়েক মরশুমকে তাদের প্রতিদ্বন্দ্বী রাখতে পারে। এজন্য তারা এমন ক্রিকেটারদের খুঁজছে যারা ব্যাট-বল দুইয়েই সমান কার্যকর। সেখানেই ওয়াশিংটন সুন্দর সেই তালিকার শীর্ষেই ছিলেন।

Advertisements

ওয়াশিংটন সুন্দরের ফর্ম

বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার। তিনটি ফরম্যাটেই জাতীয় দলের হয়ে খেলছেন এবং আইপিএলেও তাঁর পারফরম্যান্স নজর কাড়ছে। ২০২৫ সালের মেগা নিলামে গুজরাট টাইটান্স তাঁকে ৩.২ কোটি টাকায় দলে নিয়েছিল, আর এখন তাঁকে ছাড়ার কোনও ইচ্ছাই নেই তাদের।

২০১৭ সালে রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করা ওয়াশিংটন সুন্দর এরপর খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। আইপিএলে এখনও পর্যন্ত তিনি ৬৬ ম্যাচে ৩৯ উইকেট নিয়েছেন, ইকোনমি রেট ৭.৬৯। ব্যাট হাতে করেছেন ৫১১ রান, স্ট্রাইক রেট ১৬০ কাছাকাছি। গত মরশুমে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৬৬.২৫, যা তাঁর উন্নতির প্রমাণ।