নিলামে দড়ি টানাটানির শেষে শাহরুখের দলে এই বাংলাদেশি পেসার

ipl-2026-auction-mustafizur-rahman-kkr-price-9-cr

আইপিএল ২০২৬ মিনি নিলাম (IPL 2026) ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই চমক জাগালেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত নিলামে দীর্ঘ টানাপোড়েনের পর কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে ভিড়িয়েছে ৯.২০ কোটি টাকায়। ২ কোটি টাকা বেস প্রাইস নিয়ে নিলামে ওঠা মুস্তাফিজকে নিয়ে শুরুতে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে লড়াই হলেও শেষ হাসি হেসেছে শাহরুখ খানের দল।

রাসেলের শূন্যতা পূরণে নাইটদের নতুন এই পাওয়ার হিটারকে চিনে নিন

   

গত কয়েক মরশুম ধরে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের ভাগ্য অনিশ্চিত থাকলেও এবারের নিলামে সেই ধারায় ছেদ পড়ল। মুস্তাফিজের কাটার, ডেথ ওভারের নিয়ন্ত্রণ এবং বড় ম্যাচের অভিজ্ঞতা সব মিলিয়েই নাইট শিবির তাঁকে রেকর্ড অঙ্কে দলে টেনেছে। কেকেআরের পেস আক্রমণে তাঁর সংযোজন দলের ভারসাম্য আরও মজবুত করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে নিলামের আরেক বড় খবর ক্যামেরুন গ্রিনকে সর্বকালের রেকর্ড দামে কেকেআরে নেওয়া। সব মিলিয়ে কোলকাতার দলগঠন যে এবার শিরোপা লক্ষ্যে আক্রমণাত্মক, তা স্পষ্ট। আগামী ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত আইপিএল যুদ্ধের আগে এই নিলামই যেন ইঙ্গিত দিয়ে দিল। নাইট রাইডার্স এবার বড় কিছু করতে প্রস্তুত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন