আইপিএল ২০২৬ নিলামের (IPL 2026) আগে নাটকীয় পরিবর্তনের পথে হাঁটল কলকাতা নাইট রাইডার্স। একঝাঁক তারকাকে ছেড়ে দিয়ে যেমন দলকে নতুন করে গড়ে তোলার পথে নামছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। তেমনই বাজেটের দিক থেকেও এখন লিগের সবচেয়ে শক্তিশালী অবস্থানে তারা। প্রায় ৬৪.৩ কোটি টাকা পকেটে নিয়ে নিলামে নামতে চলেছে দুই বারের চ্যাম্পিয়ন KKR। এক্ষেত্রে অন্য সব দলের তুলনায় অনেক বেশি।
IPL ছেড়ে প্রতিবেশী দেশের নামজাদা লিগে খেলবেন প্রাক্তন নাইট তারকা
দলের সঙ্গে ১১ বছরের লম্বা যাত্রার ইতি টেনে আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে KKR। যে জুটির সঙ্গে যুক্ত ছিল অসংখ্য সাফল্য, সেই নাইট-রাসেল সম্পর্কের সমাপ্তি অনেকের মনেই দুঃখের ছাপ ফেলেছে।
এছাড়াও রিলিজ করা হয়েছে—
ভেঙ্কটেশ আইয়ার (₹২৩.৭৫ কোটি)
কুইন্টন ডি কক
মঈন আলি
রহমানউল্লাহ গুরবাজ
স্পেন্সর জনসন
এনরিখ নরকিয়া
স্টারদের এই বিদায়ে স্পষ্ট, নতুন দমে, নতুন স্বপ্নে দল সাজাতে চায় কলকাতা নাইট রাইডার্স।
নিলামে নাম তুলে IPL থেকে অবসরের জল্পনা উসকে দিলেন এই অজি তারকা!
উইকেটকিপার-ব্যাটার: কেকেআরের প্রথম টার্গেট
ডি কক ও গুরবাজ দু’জনকেই বাদ দেওয়ায় উইকেটকিপার-ব্যাটসম্যানের ঘাটতি প্রকট হয়েছে। তাই নিলামে নাইট শিবিরের নজর প্রথমেই পড়তে পারে—
টম ব্যান্টন (ইংল্যান্ড) : দক্ষ কিপার, পাওয়ারপ্লেতে মারমুখি ওপেনার এবং টি-টোয়েন্টিতে স্ট্রাইক রেট ও ফ্লেয়ার দুটোই নজরকাড়া।
জশ ইংলিশ (অস্ট্রেলিয়া) : ধারাবাহিক পারফরম্যান্স, মাঝ এবং ওপেনিং দুই ভূমিকাতেই মানানসই।
দলের কম্বিনেশনে বৈচিত্র্য আনতে এই দুই ক্রিকেটারের দিকেই চোখ থাকতে পারে নাইট ম্যানেজমেন্টের।
‘সম্মানহানি হচ্ছে…!’ ফেডারেশনকে ‘লিগ্যাল নোটিস’ লাল-হলুদ ফুটবলারের
দক্ষ পেসারের খোঁজে— লিউক উড সবচেয়ে এগিয়ে
গত আইপিএলে সুযোগ পেলেও নিজের পরিচয় দিতে ব্যর্থ হন স্পেন্সর জনসন এবং নরকিয়া। তাই এবার তাদের পথচলা শেষ। ফলে KKR চাইছে নতুন করে গতি-ভিত্তিক বোলিং ইউনিট সাজাতে।
লিউক উড (ইংল্যান্ড) : টি-টোয়েন্টিতে ১৯৯ ম্যাচে ২১০ উইকেট। নতুন বল ও ডেথ দুই জায়গাতেই কার্যকর। তার অভিজ্ঞতা ও ধারাবাহিকতা তাঁকে KKR-এর সম্ভাব্য প্রাইম টার্গেটে পরিণত করেছে।
অলরাউন্ডারের জন্য নজর: রাসেলের বিকল্প গ্রিন?
রাসেলের মতো শক্তিশালী অলরাউন্ডারকে রিপ্লেস করা কঠিন, তবে সেই শূন্যতা পূরণে সবচেয়ে বড় নাম হিসেবে উঠে এসেছে
ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া) : ব্যাটে পাওয়ার, বলে গতি টু-ইন-ওয়ান প্যাকেজ, ব্যালান্স ধরে রাখতে সক্ষম।
এছাড়াও ওপেনিংয়ে নজর থাকতে পারে পৃথ্বী শ’র দিকে। গতবার অবিক্রিত থাকলেও সাম্প্রতিক ফর্মে তিনি আলো ছড়াচ্ছেন, ফলে তুলনামূলক কম দামেই তাঁকে দলে নিতে পারে KKR।
১৩টি স্লট ফাঁকা— মহা নিলামের প্রস্তুতিতে KKR, পকেটে অর্থ রয়েছে ৬৪.৩ কোটি টাকা। স্টারদের ছেড়ে দিয়ে কেকেআর যে বড় পরিকল্পনায় নেমেছে তা পরিষ্কার।
