আইপিএল ২০২৬ (IPL 2026) মিনি নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স (KKR) নিজেদের হাতে সবচেয়ে বড় অর্থ সংরক্ষণ করে রেখেছে। শাহরুখ খানের ফ্রাঞ্চাইজির হাতে বর্তমানে ৬৪.৩ কোটি টাকা রয়েছে। ম্যানেজমেন্টের লক্ষ্য এবার ‘সঠিক প্লেয়ারে সঠিক খরচ’ নিশ্চিত করা। পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে, যেমন ভেঙ্কটেশ আইয়ারের জন্য ২৩.৭৫ কোটি খরচ করা। এবার কেকেআরের বিনিয়োগ যেন ধীরস্থির হয়। তাই তারা এবার খোঁজ করছে কম দামে বড় মানের ক্রিকেটারদের।
ব্যাটিং শক্তি বাড়াতে নিলামে এই প্রাক্তনীকে টার্গেট নাইট শিবিরের!
গত আইপিএল মরশুমে প্রীতি জিন্টারের পাঞ্জাব কিংস দলে ছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তবে তিনি পাঞ্জাব দলে নিজের সামর্থ্য অনুযায়ী খ্যাতি অর্জন করতে পারেননি। একাধিক চোট এবং ফর্মের হ্রাসের কারণে তাঁর পারফরম্যান্স সন্তোষজনক হয়নি। ফলে শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস তাঁকে ছেড়ে দিয়েছে।
খেল নাও সহ বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, যদি ম্যাক্সওয়েল আসন্ন আইপিএলে অবিক্রিত থাকেন, তাহলে তাঁর আন্তর্জাতিক ও আইপিএল ক্যারিয়ারও ঝুঁকির মুখে পড়তে পারে। এই পরিস্থিতি কাজে লাগাতে পারে কেকেআর। সূত্রের খবর, অভিজ্ঞ এই অজি অলরাউন্ডারকে কম দামে দলে নিয়ে আসার চিন্তাভাবনা করছে কলকাতা ফ্রাঞ্চাইজির ম্যানেজমেন্ট।
নকআউটের স্বপ্ন অধরা হতেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ লাল-হলুদ কোচের
আইপিএল ক্যারিয়ারে ম্যাক্সওয়েলের রেকর্ড
গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলে ২০১২ সালে হাতেখড়ি করেন। এখন পর্যন্ত ১৪১ ম্যাচে তিনি ২,৮১৯ রান করেছেন। বল হাতে নিয়েছেন ৪১টি গুরুত্বপূর্ণ উইকেট। সর্বোচ্চ রান ৯৫। তবে গত মরশুমে পাঞ্জাবের হয়ে ৭ ম্যাচে মাত্র ৪৮ রান করা তাঁর পারফরম্যান্স হতাশাজনক ছিল। ৪.২ কোটি টাকায় কেনা এই প্লেয়ারের জন্য পাঞ্জাবের ম্যানেজমেন্ট সন্তুষ্ট ছিল না।
এবার নাইট শিবিরের পরিকল্পনা, মিনি নিলামে অল্প দামে ম্যাক্সওয়েলকে দলে নিয়ে আসা। এক্ষেত্রে দলের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং স্কোরিং ক্ষমতা বাড়ানো যায়। যদিও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। আইপিএল ভক্তদের জন্য দেখা বাকি, কে কিনবে গ্লেন ম্যাক্সওয়েলকে, আর কীভাবে কেকেআর তাঁদের নতুন মরশুমের পরিকল্পনা সাজাবে।
