আইপিএলের মিনি নিলামকে (IPL 2026) ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। চলতি মরশুমের নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কেন এই সিদ্ধান্ত? তাহলে কি রাসেলের মতো অবসর নিয়ে বড় দায়িত্বে ফিরতে চলেছেন এই অজি তারকা।
‘সম্মানহানি হচ্ছে…!’ ফেডারেশনকে ‘লিগ্যাল নোটিস’ লাল-হলুদ ফুটবলারের
গত আইপিএলে পঞ্জাব কিংসের জার্সিতে খেললেও একেবারেই ছায়াময় ছিলেন ম্যাক্সওয়েল। তাঁকে দলে নিতে ফ্র্যাঞ্চাইজি খরচ করেছিল ৪.২ কোটি টাকা, কিন্তু মাঝপথে আঙুলের চোটে ছিটকে যেতে হয় তাকে। তাঁর পরিবর্তে সুযোগ পান আরেক অজি অলরাউন্ডার মিচ আওয়েন। এদিকে সাম্প্রতিক সময়ে ম্যাক্সওয়েলের ব্যাটে-ম্যাজিকে আর সেই ধার নেই। তাই বিশেষজ্ঞদের ধারণা, নিলামে ক্রেতা না পাওয়ার আশঙ্কা থেকেই হয়তো পিছিয়ে এলেন তিনি।
মিনি নিলামের রেজিস্ট্রেশনের শেষ দিন ছিল ৩০ নভেম্বর। এ বছর ২ কোটি টাকার সর্বোচ্চ বেস প্রাইসে নাম নথিভুক্ত করেছেন ৪৫ জন ক্রিকেটার। বিদেশিদের জন্য বরাদ্দ রয়েছে ৩১টি স্লট। কিন্তু সেই তালিকায় নেই ম্যাক্সওয়েলের নাম।
শুধু ম্যাক্সওয়েলই নন, এ বছর নিলাম থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলিও। গতবার কলকাতা নাইট রাইডার্সে খেলা হলেও নজরকাড়া পারফরম্যান্স ছিল না তাঁর। ফাফ ডু’প্লেসিসের মতো তিনিও এবার পাড়ি জমাচ্ছেন পাকিস্তানের টি-টোয়েন্টি লিগে। দেশের একাংশের সমর্থকদের দাবি, আইপিএলে অবিক্রীত থাকার আশঙ্কাতেই নাকি নাম লেখাননি মঈন।
১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে মিনি নিলাম। মোট ৭৭টি স্লট পূরণ করতে দলগুলি কোন কোন তারকাকে বেছে নেয়, সেদিকেই এখন নজর ক্রিকেটবিশ্বের। তবে শুরু ইতিমধ্যেই নাটকীয়। মেগাস্টারদের অনুপস্থিতি এ বারের নিলামে নতুন সমীকরণ তৈরি করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
