টি-টোয়েন্টি ক্রিকেটে আন্দ্রে রাসেল নামটা শক্তি, আগ্রাসন এবং ম্যাচ-জেতানো পারফরম্যান্সের সমার্থক। কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার আইপিএল (IPL 2026) থেকে মাত্র ছ’দিন আগে অবসর নিয়েছেন। কিন্তু ব্যাট-বলের ঝড় থামেনি। অবসর ঘোষণার সপ্তাহ গড়াতেই বিশ্ব ক্রিকেটে গড়ে ফেললেন এক অনন্য নজির। এই কৃতিত্ব এত দিন ক্রিকেট ইতিহাসে কেউ ছুঁতে পারেননি, সেই মাইলফলকে প্রথমবার নিজের নাম লিখলেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার।
একাই তিন তালিকায়—টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম রাসেল
টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০০ বা তার বেশি রান করেছেন ১২৬ জন।
৫০০ বা তার বেশি উইকেট রয়েছে মাত্র ৬ জন বোলারের ঝুলিতে।
৫০০টির বেশি ছক্কা মেরেছেন মাত্র ১০ জন ক্রিকেটার।
এই তিনটি তালিকার একমাত্র সাধারণ নাম আন্দ্রে রাসেল।
শুক্রবার আইএল টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে খেলতে নেমে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। আর তাতেই ইতিহাস সৃষ্টি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০০০+ রান, ৫০০+ উইকেট এবং ৫০০+ ছক্কার মালিক এখন রাসেল।
৫৭৬তম ম্যাচে ঐতিহাসিক মাইলফলক
৫৭৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে রাসেলের ঝুলিতে এখন—
রান: ৯৪৯৬
উইকেট: ৫০০
ছক্কা: ৭৭২
এর আগে শাকিব আল হাসান এবং ডোয়েন ব্রাভো টি-টোয়েন্টিতে ৫০০০ রান ও ৫০০ উইকেটের কৃতিত্ব অর্জন করলেও, ছক্কার তালিকায় এমন উচ্চতায় পৌঁছতে পারেননি কেউই।
শুক্রবার ছ’নম্বরে নেমে ২৩ বলে ৩৬ রান করেন রাসেল। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়। তবে তাঁর এই মাইলফলক গড়া ইনিংসও শেষ রক্ষা করতে পারেনি। প্রথমে ব্যাট করে আবু ধাবি নাইট রাইডার্স তোলে ৬ উইকেটে ১৭১ রান। জবাবে ডেজার্ট ভাইপার্স ১৯.৩ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। শিমরন হেটমায়ারের বিধ্বংসী ৪৮ রান দ্রুতগতি এনে দেয় ভাইপার্সকে।
গত রবিবার আইপিএল থেকে অবসর নেওয়ার পরই রাসেলকে দেখা যাবে কেকেআরের সহকারী কোচের ভূমিকায়। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি এখনও সক্রিয়, এবং সেই কারণেই তাঁর সামনে এখনও বহু মাইলফলক অপেক্ষা করছে। টি-টোয়েন্টির এই ত্রিমুকুট অর্জন রাসেলকে শুধু সমসাময়িক নয়, বরং পুরো ফরম্যাটের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠা দিল নিঃসন্দেহে।


