HomeSports NewsCricketআগরকরের ফিটনেস মন্তব্যে পাল্টা তোপ দেগে 'বিস্ফোরক' শামি

আগরকরের ফিটনেস মন্তব্যে পাল্টা তোপ দেগে ‘বিস্ফোরক’ শামি

- Advertisement -

ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami) ও নির্বাচক প্রধান অজিত আগরকর। একদিকে জাতীয় দলের ফাস্ট বোলার হিসেবে নিজস্ব অভিজ্ঞতা ও পারফরম্যান্স দিয়ে বারবার প্রমাণ দিয়েছেন শামি। অন্যদিকে তাঁর ফিটনেস নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলে বসেছেন নির্বাচক প্রধান। ইডেনে বাংলার হয়ে রঞ্জি ম্যাচ খেলতে নেমেই পাল্টা মন্তব্যে ঝড় তুলেছেন শামি।

সম্প্রতি এক অনুষ্ঠানে অজিত আগরকর বলেন, “শামি ফিট থাকলে ভারতীয় দলে থাকত।” এর মাধ্যমে কার্যত শামির বর্তমান ফিটনেস নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। আগরকরের এই মন্তব্য ঘিরেই নতুন করে বিতর্কের আগুন জ্বলে ওঠে।

   

শুক্রবার, ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির তৃতীয় দিনের শেষে সাংবাদিকরা এই বিষয়ে শামির (Mohammed Shami) প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বেশ ক্ষোভ প্রকাশ করেন। কাঁধ ঝাঁকিয়ে জবাব দেন, “যা খুশি বলতে দিন। উনি যা ইচ্ছে বলুন। আপনারাও দেখেছেন আমি কীরকম বল করছি। সবই চোখের সামনে।” শামির শরীরী ভাষা, গলার স্বর এবং কথার ধরনে তাঁর হতাশা ও বিরক্তি স্পষ্ট।

ভারতের অভিজ্ঞ পেসারকে নিয়ে ‘বোমা ফাটালেন’ BCCI প্রধান নির্বাচক!

এখানেই শেষ নয়। আগেও ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা প্রসঙ্গে আগরকর বলেছিলেন, তাঁদের কাছে শামির ফিটনেস সংক্রান্ত কোনও আপডেট নেই। এই বক্তব্যে চটেই নিজের ইউটিউব চ্যানেলে এবং পরে ইডেন গার্ডেন্সে সাংবাদিকদের সামনে পাল্টা জবাব দেন শামি। তিনি বলেন, “আপডেট পেতে হলে তো খবর রাখতে হয়। আমি এনসিএতে যাই, প্র্যাকটিস করি, ম্যাচ খেলি। সব আমার দায়িত্ব। ওদের কে আপডেট দেয় আর কে দেয় না, সেটা আমার দেখার বিষয় নয়।”

ভারতীয় দলে শেষবার শামিকে দেখা গিয়েছিল চলতি বছরের মার্চ মাসে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ওই ম্যাচে দারুণ পারফর্ম করেই ভারতকে ট্রফি জিতিয়েছিলেন তিনি। তারপর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন। মাঝখানে দলীপ ট্রফি খেলেছেন, এবার রঞ্জিতে বাংলার হয়ে ফের মাঠে নেমেছেন।

Indian cricketer Mohammed Shami vs Ajit Agarkar controversy during Ranji Trophy 2025

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular