অস্ট্রেলিয়া সফরে সুযোগ না পেয়ে ‘বিস্ফোরক’ শামি, নিশানায় কে?

indian cricketer mohammed-shami-reacts-2025-india-squad-omission

অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের ওডিআই দল থেকে বাদ পড়ার পর জাতীয় নির্বাচকদের প্রতি ক্ষোভ উগরে দিলেন ভারতীয় পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। রঞ্জি ম্যাচের পূর্বে সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্টভাবে জানান, তাকে ফিটনেস সংক্রান্ত কোনও প্রশ্নই করা হয়নি এবং ফিটনেস নিয়ে সংশয় থাকলে তিনি রঞ্জি ট্রফি খেলতে পারতেন না।

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের পর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন শামি। এরপর ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সফলভাবে প্রত্যাবর্তন ঘটান তিনি। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের একমাত্র মূল পেসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তবে, আইপিএল ২০২৫ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তার পারফরম্যান্স খুব একটা ভালো না হওয়ায় নির্বাচকরা তার ফিটনেস ও ওয়ার্কলোড নিয়ে প্রশ্ন তোলেন। প্রধান নির্বাচক অজিত আগারকর এক সাংবাদিক সম্মেলনে বলেন, “আমার কাছে কোনও আপডেট নেই। শামি একটা দলীপ ট্রফি ম্যাচ খেলেছে, আর একটা ম্যাচ খেলেছে বাংলার হয়ে। সে দুর্দান্ত পারফর্মার, কিন্তু তাকে খেলার মধ্যে থাকতে হবে।”

Advertisements

এই বক্তব্যের পাল্টা হিসেবে শামি (Mohammed Shami) বলেন, “আপডেট পেতে চাইলে জিজ্ঞেস করতে হয়। আমার দায়িত্ব হল NCA তে গিয়ে প্র্যাকটিস করা এবং ম্যাচ দিলে খেলা। কে কার কাছে আপডেট চাইবে সেটা আমার দেখার বিষয় নয়। আমি প্রস্তুতি নিচ্ছি, খেলছি। বাকিটা তাদের ব্যাপার।”

তিনি আরও বলেন, “যদি ফিটনেস সমস্যা থাকতো, তাহলে আমি চার দিনের রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে পারতাম না। আমি বলছি না যে সব সময় খেলতে হবে, কিন্তু আমি চেষ্টা করছি প্রত্যাবর্তনের।”

শামির পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ার মাটিতে ১৪টি ওডিআই ম্যাচে তিনি নিয়েছেন ২২টি উইকেট, যার গড় ২৬.৬৪ এবং ইকোনমি রেট ৫.১৯। তার ২০১৫ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স আজও স্মরণীয়। তবু কেন তাকে স্কোয়াডে রাখা হল না, সেই প্রশ্ন থেকেই যায়।

শামি আরও বলেন, “আমি তো এটা নিয়ন্ত্রণ করতে পারি না। আমার কাজ হল খেলা, প্রস্তুতি নেওয়া। যদি আমাকে প্রস্তুতির সুযোগ দেওয়া হয়, আমি খেলব। আমি তো দলে নেই, আমার কী দোষ? এখন আমাকে খেলার সুযোগ দেওয়া হয়েছে, আমি বাংলার হয়ে খেলছি, আর কোনও সমস্যা নেই।”

এই অবস্থায়, শামির বক্তব্যে স্পষ্ট যে তিনি সুযোগ পেলে আবারও জাতীয় দলে জায়গা করে নিতে প্রস্তুত। তিনি বলেন, “আমি এখনো ক্রিকেটের প্রতি ততটাই প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৩ বিশ্বকাপে আমার পারফরম্যান্স অন্য লেভেলের ছিল। এরপর ইনজুরি হয়, অপারেশন করি। আমি চাইছি ফিরতে, চেষ্টা করছি যখন তারা মনে করবে যে আমি প্রস্তুত, আমি প্রস্তুতই আছি।”

বুধবার, ১৫ অক্টোবর, ইডেন গার্ডেন্সে উত্তরাখণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলা। সেই ম্যাচ দিয়েই ফের নিজের জাত প্রমাণ করতে চাইবেন মহম্মদ শামি।

Mohammed Shami reaction to being omitted from India’s 2025 limited‑overs squad

Advertisements