HomeSports NewsCricketচোট কাটিয়ে ফিরেলেন এই দুই তারকা, আগকরের সঙ্গে বিতর্কে জড়িয়ে নেই শামি!

চোট কাটিয়ে ফিরেলেন এই দুই তারকা, আগকরের সঙ্গে বিতর্কে জড়িয়ে নেই শামি!

- Advertisement -

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় দল Indian Cricket Team)। ইংল্যান্ড সফরে পায়ের চোটের কারণে মাঠের বাইরে থাকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ চোট সারিয়ে আবারও জাতীয় দলে ফিরে এলেন। এছাড়া চোট সারিয়ে সুযোগ পেয়েছেন বাংলার পেসার আকাশদীপও। তবে জায়গা পাননি মহম্মদ শামি ও অভিমন্যু ঈশ্বরণ।

দলে ফিরলেন ঋষভ, আকাশদীপের সুযোগ

ইংল্যান্ড সফরে চতুর্থ টেস্টে চোট পাওয়ার পর ৯৫ দিন পর ভারতীয় দলে ফিরে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ৯০ রান করে নিজের ফিটনেস ও ব্যাটিং সামর্থ্য প্রমাণ করেছেন ঋষভ পন্থ। সেই পরিপ্রেক্ষিতে নির্বাচকরা তাকে দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে ফিরিয়ে নিয়ে আসেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তুলনায় এই সিরিজে একমাত্র বদল আনা হয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণের জায়গায় দলে জায়গা পেয়েছেন আকাশদীপ। এছাড়া নারায়ণ জগদীশন বাদ পড়েছেন।

   

শামি ও ঈশ্বরণের অনিশ্চিত ভবিষ্যৎ

রঞ্জি ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে উইকেট না পাওয়া সত্ত্বেও শামি প্রথম দুই ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন। তবুও জাতীয় নির্বাচকেরা তার দিকে নজর দেননি। অজিত আগরকরদের মনোভাব থেকে স্পষ্ট, দেশের মাটিতেও শামিকে খেলার সুযোগ দেওয়া হচ্ছে না। সাদা বলের ক্রিকেটেও তার দলে অন্তর্ভুক্তির সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।

অভিমন্যু ঈশ্বরণও ভারতীয় টেস্ট দলে জায়গা পাননি। ওপেনিংয়ে শুভমন গিল, যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের উপস্থাপনা এবং মিডল অর্ডারে দেবদত্ত পাড়িক্কল ও ধ্রুব জুরেল থাকায় নির্বাচকরা তার সুযোগের দিকে তাকাচ্ছেন না। নির্বাচকরা তিনজন স্পিনার-অলরাউন্ডার, একজন পেসার-অলরাউন্ডার, একজন বিশেষজ্ঞ স্পিনার এবং তিনজন বিশেষজ্ঞ পেসারকে রেখেছেন। এতে নিশ্চিত করা হয়েছে ব্যালান্সড বোলিং আক্রমণ।

দল ঘোষণা:

শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশদীপ

সিরিজের সূচি:
প্রথম টেস্ট: ১৪ নভেম্বর, ইডেন গার্ডেন্স, কলকাতা
দ্বিতীয় টেস্ট: ২২ নভেম্বর, গুয়াহাটি

দলের এই ঘোষণা দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে। বিশেষ করে ঋষভ পন্থের প্রত্যাবর্তন এবং আকাশদীপের সুযোগ, যা ভারতীয় মিডল অর্ডার ও বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবে। শামি ও ঈশ্বরণের অনুপস্থিতি অবশ্য দলের জন্য চ্যালেঞ্জ হিসাবেও দেখা হচ্ছে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular