HomeSports NewsCricket২০২৭ বিশ্বকাপে অনিশ্চিত ভারতের এই পাঁচ তারকা! কী বলছে BCCI

২০২৭ বিশ্বকাপে অনিশ্চিত ভারতের এই পাঁচ তারকা! কী বলছে BCCI

- Advertisement -

২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ হতে চলেছে আফ্রিকার মাটিতে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে। তবে ভারতের একঝাঁক তারকা ক্রিকেটারের (Indian Cricket Team) ভবিষ্যৎ নিয়ে উঠছে বড় প্রশ্ন। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ শামির মতো অভিজ্ঞ ও জনপ্রিয় ক্রিকেটারদের নাম ২০২৭ বিশ্বকাপে দেখা যাবে কি না, তা এখনই অনিশ্চিত।

রোহিত শর্মা – শেষের শুরু?

২০২৭ সালে রোহিতের বয়স হবে ৪০ বছর। বয়সের ভার এবং ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আগেই। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যে তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে শুভমন গিলকে দায়িত্ব দিয়েছে। এই পদক্ষেপই ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যৎ ভাবনায় রোহিত নেই। আর সবকিছু নির্ভর করছে ২০২৫ সালের অস্ট্রেলিয়া সফরের পারফরম্যান্সের উপর।

   

বিরাট কোহলি – ফিটনেসে ফার্স্ট, মোটিভেশনে প্রশ্ন

৩৯ বছরে পা রাখলেও বিরাট কোহলি এখনও ফিটনেসের প্রতিমূর্তি। যদিও তিনি ইতিমধ্যেই টেস্ট ও টি-২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। বাকি রয়েছে কেবল ওডিআই। তবে প্রশ্ন হচ্ছে, এতটা লম্বা সময় তিনি এই ফরম্যাটে খেলার মোটিভেশন ধরে রাখতে পারবেন কি? বিশেষ করে যখন তরুণ প্রতিভারা উঠে আসছে ধারাবাহিকভাবে।

ঋষভ পন্থ – চোটে আটকে গেল উড়ান

২০২২ সালের দুর্ঘটনার পর পন্থ এখনও পুরোপুরি ফিট নন। ম্যানেজমেন্ট তাঁকে শুধুমাত্র টেস্ট ফরম্যাটে খেলাচ্ছে। সাদা বলের দলে কেএল রাহুল ও ধ্রুব জুরেল ইতিমধ্যেই তাঁর জায়গা দখল করে নিয়েছেন। ২০২৭ বিশ্বকাপে পন্থের জায়গা করে নেওয়া তাই বেশ কঠিন হয়ে পড়েছে।

রবীন্দ্র জাদেজা – ‘ভরসা’ অলরাউন্ডার কি প্রাসঙ্গিক থাকবেন?

২০২৪ টি-২০ বিশ্বকাপ জয়ের পর ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন জাদেজা। বর্তমানে নির্বাচকেরা বেশি গুরুত্ব দিচ্ছেন অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর মতো অলরাউন্ডারদের। তাই ২০২৭ ওডিআই বিশ্বকাপে জাদেজার অনুপস্থিতি অপ্রত্যাশিত হবে না।

মহম্মদ শামি – ফিটনেসই বড় বাধা

চোট ও সার্জারির কারণে শামি আগের মতো ধারাবাহিক নন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টও আর কার্যকর হচ্ছে না। ভারতের অন্যতম সফল এই পেসারের কেরিয়ারও এখন ঢুকেছে পড়ন্ত কালে। ২০২৭ সালে তাঁর খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।

Indian Cricket Team star cricketer future ahead 2027 ODI World Cup

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular