দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজ শুরুর আগে বড় স্বস্তি ভারতীয় শিবিরে (Indian Cricket Team)। কাঁধের চোট কাটিয়ে অবশেষে জাতীয় দলে ফিরলেন শুভমন গিল। দীর্ঘ রিহ্যাব প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে রবিবার বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্স থেকে সরাসরি কটকে দলের সঙ্গে যোগ দেন তিনি। ফলে ৯ ডিসেম্বর বারাবাটি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে তাঁকে দলে দেখা যাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।
‘বিজেপিতে জায়গা নেই রাজন্যা-প্রান্তিকের’! স্পষ্ট করলেন তরুণজ্যোতি
চোটের কারণে গত কয়েক সপ্তাহ ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে অনুপস্থিত ছিলেন ভারতের টেস্ট ও ওয়ান-ডে অধিনায়ক গিল। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন কাঁধে মারাত্মক চোট পান তিনি। চার রান করার পর মাঠ ছাড়তে বাধ্য হন; পরে ‘নেক স্প্যাজম’র কারণে গুয়াহাটি টেস্ট থেকেও ছিটকে যান। এমনকি চোটের তীব্রতায় তাঁকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। ফলে সদ্যসমাপ্ত ওয়ান-ডে সিরিজেও তাকে ছাড়াই খেলতে হয়েছিল দলকে।
তবে চিকিৎসা ও রিহ্যাবের প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন করার পর গিল ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন বলে জানিয়েছে সেন্টার অব এক্সেলেন্সের মেডিক্যাল টিম। বিসিসিআইও তাঁর ফিটনেসের ওপর আস্থা রেখে আগেভাগেই টি-২০ স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিল। রবিবার দলের সঙ্গে যোগ দেওয়ার পর অভিষেক শর্মার সঙ্গে টিম বাসে তাঁর খুনসুটির ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Shubman Gill and Abhishek Sharma Bonding 🤝 pic.twitter.com/WxOZ6PKNdy
— GURMEET GILL (@GURmeetG9) December 7, 2025
চোটের পরে কলকাতা থেকে গুয়াহাটি, সেখান থেকে মুম্বইয়ে চিকিৎসা—এরপর চণ্ডীগড়ে পরিবার-পরিজনের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আবার বেঙ্গালুরুতে কঠোর রিহ্যাবে মন দেন তিনি। ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক গিলকে ছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের ব্যাটিং যে বারবার বিপাকে পড়েছে, তা ইতিমধ্যেই পরিষ্কার। দুই টেস্টেই হারের পর দলে তাঁর উপস্থিতির প্রয়োজনীয়তা আরও প্রকট হয়।
ওয়ান-ডে সিরিজে গিল অনুপস্থিত থাকায় নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলেছিলেন কেএল রাহুল। তাঁর নেতৃত্বেই ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতে টেস্ট সিরিজ হারের বদলা নেয়।
এবার নজর টি-২০ সিরিজে। কটকের বারাবাটি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ আগামিকাল। ফেরার লড়াইয়ে নামার জন্য প্রস্তুত শুভমন গিল, আর তাঁর ফিরে আসা নিঃসন্দেহে ভারতের ব্যাটিং লাইন-আপকে আরও শক্তিশালী করবে।
ভারতের টি-২০ স্কোয়াড :
Winning has become a habit 💥
Team India’s T20I run post the 2024 World Cup speaks for itself – ready for the next challenge 👀#INDvSA, 1st T20I 👉 TUE, 9th DEC, 6:00 PM pic.twitter.com/dv9csNupkS— Star Sports (@StarSportsIndia) December 7, 2025

