আশঙ্কাই সত্যিই ! গুয়াহাটি টেস্টের দায়িত্ব পেয়ে ধোনিকে ছুঁলেন এই বিধ্বংসী ব্যাটার

indian-cricket-team-shubman-gill-injury-rishabh-pant-captain-guwahati-test

গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট শুরুর ঠিক আগে ভারতীয় শিবিরে (Indian Cricket Team) নেমে এল বড় ধাক্কা। কাঁধের চোট যতটা গুরুতর ছিল, তাতে শুভমন গিল খেলতে পারবেন না। সেটা অনেকটাই পরিষ্কার ছিল শুরু থেকেই। তবু শেষ চেষ্টা করেছিল বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। কিন্তু ফল মিলল না। শুক্রবার সকালে বোর্ডের তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়, দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ভারত অধিনায়ক শুভমন গিল।

Advertisements

ভারতীয় কোচকে নিয়ে হাইকোর্টের রায়ে বিতর্ক তুঙ্গে

   

গত ১৯ নভেম্বর কলকাতা থেকে দলের সঙ্গে গুয়াহাটি পৌঁছলেও ম্যাচ খেলার মতো ফিটনেস ফেরত পাননি গিল। চোটের পুনর্মূল্যায়নের জন্য তাঁকে মুম্বই উড়ে যেতে হচ্ছে। প্রথম টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ের সময় ‘নেক স্প্যাজম’ আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। পরে হাসপাতালে ভর্তি হলেও পরদিনই ছাড়া হয়। কিন্তু পরবর্তী কয়েক দিনে শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি।

গিলের অনুপস্থিতিতে ভারতের নেতৃত্বভার তুলে নিতে চলেছেন তাঁর ডেপুটি ঋষভ পন্থ। টেস্ট ক্রিকেটে দেশের ৩৮তম অধিনায়ক হিসেবে নাম লেখাবেন এই তারকা উইকেটরক্ষক-ব্যাটার। সাদা বলের ক্রিকেটে ইতিমধ্যেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বছর তিনেক আগে পাঁচটি টি-২০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। এদেশে ধোনির পর দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে টেস্টে নেতৃত্ব দেবেন তিনি।

তবে এই দায়িত্বকে “আদর্শ পরিস্থিতি নয়” বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন পন্থ। তাঁর কথায়, “একটা ম্যাচের জন্য নেতৃত্ব পাওয়া কোনও অধিনায়কই চাইবে না। তবু বোর্ডকে ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। প্রথম টেস্ট কঠিন ছিল। দ্বিতীয়টায় জয়ের জন্য সবটুকু দেব।”

Advertisements

তিনি আরও জানান, গিলের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছেন। “শুভমান অনেক চেষ্টা করেছিল। কিন্তু শরীর সাড়া দিচ্ছিল না। ওর বদলে কে খেলবে, সেটা এখনই বলতে চাই না,” বলেন পন্থ।

ইডেনে প্রথম টেস্টে মাত্র ৩০ রানের লিড পেয়েও সমসংখ্যক রানে ম্যাচ হারতে হয়েছে ভারতকে। দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার সাইমন হারমার পেয়েছেন ম্যাচসেরা, দুই ইনিংসে আট উইকেট। এই হারের পর দু’ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। ফলে গুয়াহাটিতে জয় ছাড়া অন্য কোনও ফল মানেই দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক সিরিজ জয়। ভারতের মাটিতে ১৯৯৯-২০০০ সালের পর প্রথমবার। সেই সঙ্গে তেম্বা বাভুমার ঝুলিতে যুক্ত হবে বড় রেকর্ড, হ্যান্সি ক্রোনিয়ের কীর্তি ছোঁয়ার সুযোগ।

ইডেন টেস্ট শেষে পিচ নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। এ বার নজর গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। সেখানে প্রথমবার কোনও টেস্ট আয়োজন হচ্ছে। পন্থের মতে, এই পিচ তুলনামূলকভাবে ভালো হবে। তিনি আশাবাদী, “এটা আমার কাছে স্পেশাল মাঠ। এখানেই ওয়ানডে অভিষেক হয়েছিল। পিচ ব্যাটসম্যানদের সাহায্য করবে। তবে দু-তিন দিনের পর স্পিন পাওয়া যাবে। আশা করি ভালো লড়াই হবে।”

ভারতের ওপেনার ও অধিনায়ক হিসেবে গিলের অনুপস্থিতি নিঃসন্দেহে বড় শূন্যতা তৈরি করেছে। তাঁর নেতৃত্বের পাশাপাশি ব্যাটিংয়েও প্রভাব পড়বে দলে। কে জায়গা নেবেন তাঁর স্থলাভিষিক্ত হিসেবে? ঠিক হলেও পন্থ নাম প্রকাশ করতে নারাজ তিনি।