ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) আবারও বঞ্চনার অভিযোগ। রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্স, ফিটনেসে আমূল পরিবর্তন। প্রস্তুতি ম্যাচে রান করেও জাতীয় দলের দরজা এখনও বন্ধ সরফরাজ খানের সামনে। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে ঘোষিত ভারত ‘এ’ দলের জন্যও তাঁকে বিবেচনা করা হয়নি। বিষয়টি ঘিরে এবার রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠেছে।
কংগ্রেস মুখপাত্র শমা মহম্মদ সরাসরি অভিযোগ করেছেন, সরফরাজের ‘পদবি’ই হয়তো তাঁর জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “সরফরাজ খান কি তাঁর পদবির কারণেই নির্বাচিত হননি, জানতে চাইছি। আমরা গৌতম গম্ভীরের অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল।” কটাক্ষের তীর ছুড়েছেন জাতীয় দলের নতুন হেড কোচ গৌতম গম্ভীরের দিকে।
শুধু কংগ্রেস নয়, সরব হয়েছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসিও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “কেন সরফরাজ খানকে ভারত ‘এ’ দলে সুযোগ দেওয়া হচ্ছে না?” তাঁর প্রশ্ন, জাতীয় দলে সুযোগ পাওয়ার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও সরফরাজ কেন বারবার উপেক্ষিত হচ্ছেন?
সাম্প্রতিক বছরগুলিতে ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক পারফর্মারদের মধ্যে অন্যতম নাম সরফরাজ খান। রঞ্জি ট্রফিতে একাধিকবার বড় রান করেছেন। চলতি মরশুমেও প্রথম ম্যাচে করেছেন ৭৪ রান। বুচিবাবু টুর্নামেন্টে করেছেন ডাবল সেঞ্চুরি। ইংল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচেও রান পেয়েছেন। শুধু তাই নয়, নিজের ফিটনেস নিয়ে কাজ করে কমিয়েছেন ২০ কেজি ওজন।
তবুও, জাতীয় দলে তো বটেই, ভারত ‘এ’ দলে পর্যন্ত জায়গা হয়নি। যেখানে অনেক অনভিজ্ঞ ক্রিকেটার সুযোগ পেয়েছেন, সেখানে সরফরাজকে কেন ব্রাত্য রাখা হল, সেই প্রশ্ন তুলছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও।
সুপার কাপের আগে ফুরফুরে বাগান, কি কথা হল অস্কার-রবসনের?
সূত্রের খবর, সরফরাজ মূলত পাঁচ নম্বরে ব্যাট করেন। কিন্তু জাতীয় দলের ব্যাটিং অর্ডারে সেই জায়গায় পন্থ, ওয়াশিংটন সুন্দর, জাদেজা, নীতীশ রেড্ডিরা আছেন। তাই তাঁকে জায়গা পেতে হলে তিন নম্বরেই ব্যাট করতে হবে। এই পজিশনে নিয়মিত সুযোগ পাচ্ছেন সাই সুদর্শন, যিনি এখনও পর্যন্ত ধারাবাহিক পারফরম্যান্সে ব্যর্থ। তবুও তাঁকে খেলিয়ে যাচ্ছেন কোচ গম্ভীর।
শুধু সরফরাজ নন, ভারতীয় পেসার মহম্মদ শামিও রঞ্জি ট্রফিতে পারফর্ম করেও উপেক্ষিত। ফিটনেস নিয়ে সংশয় থাকলেও সাত উইকেট তুলে তিনি নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। তবুও নির্বাচকদের আস্থাভাজন হতে পারেননি।
এই পরিস্থিতিতে সরফরাজ ও শামিকে দলে না নেওয়া ঘিরে ধর্মীয় পক্ষপাতের অভিযোগ উঠতেই শুরু হয়েছে বিতর্ক। গম্ভীরের রাজনৈতিক পরিচিতি এবং অতীত মন্তব্যগুলিকে টেনে এনে অনেকে দাবি করছেন, তাঁর অধীনে মুসলিম ক্রিকেটারদের প্রতি অবিচার হচ্ছে। যদিও বিসিসিআই বা গম্ভীরের পক্ষ থেকে এহেন বিষয় নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Why isn’t Sarfaraz Khan selected even for India A? https://t.co/WZQbZjhtrq via @IndianExpress
— Asaduddin Owaisi (@asadowaisi) October 21, 2025