সময় নষ্টের সুযোগ নেই! এমনটাই বার্তা দিলেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। নবি মুম্বইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা পাকা করার পরই স্পষ্ট জানিয়ে দিলেন, ‘এখন তাঁদের চোখ শুধুই একটাই লক্ষ্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়া’।
ম্যাচশেষে আবেগঘন কণ্ঠে হরমনপ্রীত বলেন, “আর একটা ম্যাচ বাকি। আজ আমরা ভালো খেলেছি। কিন্তু এখানেই থেমে গেলে চলবে না। এখন থেকেই ফাইনালের পরিকল্পনা শুরু করে দিয়েছি। দেশের মাটিতে বিশ্বকাপ জেতার অনুভূতি অন্য রকম, সেটা আমরা সমর্থকদের উপহার দিতে চাই।”
Captain Harmanpreet Kaur in a semi-final against Australia?
It’s an iconic tale 😎
The #TeamIndia skipper decodes a historic chase 👌👌 – By @mihirlee_58
Get your #CWC25 tickets 🎟 now: https://t.co/vGzkkgwXt4 #WomenInBlue | #INDvAUS | @ImHarmanpreet pic.twitter.com/GdReBReISv
— BCCI Women (@BCCIWomen) October 31, 2025
অস্ট্রেলিয়ার দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত জুটি গড়েন হরমনপ্রীত ও জেমাইমা রদ্রিগেজ়। অধিনায়ক করেন ৮৯ রান, জেমাইমা অপরাজিত ১২৭ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। দুই ব্যাটারের মধ্যে বোঝাপড়ার প্রশংসা করে হরমন বলেন, “জেমাইমা সব সময় হিসাব করে খেলে। আজও তাই করেছে। ও এমনভাবে রান গুনছিল, মনে হচ্ছিল আমি কোনও গণিতজ্ঞের সঙ্গে ব্যাট করছি! ওর শান্ত মাথায় খেলার মানসিকতা আমাদের এগিয়ে দিয়েছে।”
অজিদের বিরুদ্ধে এক নয় এক ডজন রেকর্ড করে ইতিহাস গড়ল ভারত!
গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর থেকে শিক্ষাও নিয়েছেন ভারত অধিনায়ক। “ইংল্যান্ডের ম্যাচে ঝুঁকি নিইনি, তাই চাপ বেড়ে গিয়েছিল। এবার ঠিক করেছিলাম, মাঝেমধ্যেই ঝুঁকি নিতে হবে। শেষ দিকে যেন রান বাকি না থাকে। সেই পরিকল্পনাই কাজে এসেছে,” বলে জানান তিনি।
ম্যাচ শেষে দেখা গেল এক আবেগঘন দৃশ্য। কোচ অমল মুজুমদারকে জড়িয়ে কেঁদে ফেললেন হরমনপ্রীত। অধিনায়ক জানালেন, “এই জায়গায় পৌঁছতে অনেক পরিশ্রম করেছি। কোচের সঙ্গে আমাদের সম্পর্কটা বিশেষ। আমরা ভুল করেছি, শিখেছি, এবং আজ তার ফল পেয়েছি।”
সাফল্যের কৃতিত্ব শুধু খেলোয়াড়দের নয়, সমর্থকদেরও জানালেন অধিনায়ক। বলেন, “যখন আমরা হেরেছি, তখনও তাঁরা পাশে থেকেছেন। লড়াইয়ের শক্তি দিয়েছেন। তাই ফাইনালে তাঁদের এই ভালোবাসার প্রতিদান দিতে চাই আমরা।”
রবিবার ফাইনালে নামছে ভারত। সামনে আর একটিই ধাপ, জিতলেই ইতিহাসের পাতায় নাম লেখাবে হরমনপ্রীত কৌর ও তাঁর দল। এখন গোটা দেশের প্রার্থনা, মুম্বই থেকে উঠুক বিশ্বচ্যাম্পিয়ন ভারতের জয়গান।



