ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সই কি চাবিকাঠি? সম্ভাব্য স্কোয়াডে বাংলার এই পেসার

indian-cricket-team-possible-squad-new-zealand-odi-series

ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) জন্য আজকের দিনটা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শুধুমাত্র নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের স্কোয়াড ঘোষণা নয়। এই দল নির্বাচনের মাধ্যমেই আসন্ন বিশ্বকাপের আগে বোর্ডের দীর্ঘমেয়াদি পরিকল্পনার স্পষ্ট ইঙ্গিত মিলতে পারে। নির্বাচক প্রধান অজিত আগরকরের নেতৃত্বাধীন কমিটি কি সাম্প্রতিক বিজয় হাজারে ট্রফির পারফরম্যান্সকে গুরুত্ব দেবে, নাকি বড় কোনও সাহসী সিদ্ধান্তে চমক দেবে? সেই নিয়েই এখন ক্রিকেটমহলে তীব্র জল্পনা।

মুস্তাফিজকে ছেড়ে দিতে হবে! নির্দেশ BCCI র

   

বিশ্বকাপের আগে বিশ্রাম নাকি পরীক্ষা?

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ওডিআই সিরিজে একাধিক তারকা ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। বিশেষ করে জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দিয়ে তাঁদের ফিটনেস ধরে রাখার পরিকল্পনা করছে বোর্ড।

এই দুই তারকা না থাকলে সুযোগ খুলে যেতে পারে হর্ষিত রানা বা অর্শদীপ সিংয়ের মতো তরুণ পেসারদের জন্য। তবে তাঁদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি।

ISL অনিশ্চয়তার মাঝে ফিফার কাছে ‘বিস্ফোরক’ আবেদন প্রীতম-সুনীলদের

শামির প্রত্যাবর্তন: ‘লাখ টাকার প্রশ্ন’

প্রায় এক বছর ভারতীয় দলের বাইরে থাকা বাংলার পেসার মহম্মদ শামি আবারও আলোচনার কেন্দ্রে। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি হয়ে বর্তমানে বিজয় হাজারে ট্রফিতেও ধারাবাহিকভাবে উইকেট তুলে বোর্ডকে কার্যত বার্তা দিয়েছেন শামি।

বিজয় হাজারে ট্রফিতে চার ম্যাচে আট উইকেট নেওয়া এই পেসার বাংলার তিনটি জয়ের নেপথ্য নায়ক। সূত্রের দাবি, ফিটনেস ও ছন্দ দুটোই ফিরে পাওয়ায় শামি নিজেও ওয়ানডে দলে ফেরার ব্যাপারে আশাবাদী। যদিও অতীতে আগরকর স্পষ্ট জানিয়েছিলেন, পাঁচ টেস্ট খেলার মতো ফিটনেস তখন শামির ছিল না। এখন প্রশ্ন একটাই ওডিআই স্কোয়াডে কি ফের দেখা যাবে তাঁকে?

শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তনের অপেক্ষা

ভারতীয় দলে ফেরার দৌড়ে রয়েছেন শ্রেয়স আইয়ারও। শুক্রবার রিটার্ন-টু-প্লে ম্যাচ সিমুলেশন পরীক্ষায় পাশ করে নিজের ফিটনেস নিয়ে বড় বার্তা দিয়েছেন তিনি। তবে শেষ ধাপ হিসেবে বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে তাঁকে। সেই ম্যাচে নির্বিঘ্নে খেলতে পারলেই সাদা বলের ক্রিকেটে তাঁকে পুরোপুরি ফিট হিসেবে বিবেচনা করবেন নির্বাচকরা। ফলে আজকের স্কোয়াড ঘোষণায় শ্রেয়সের নাম থাকার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল।

৮ মিনিটেই শেষ! রো-কো জুটিকে দেখতে নিমিষেই উধাও টিকিট

উইকেটকিপার নিয়ে ধোঁয়াশা

এই সিরিজের স্কোয়াড ঘোষণার আগে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে উইকেটকিপার পজিশন নিয়ে। বিগত কয়েক মাস ধরেই ব্যাট হাতে ছন্দে নেই ঋষভ পন্থ। ২০২৫ সালে এখনও পর্যন্ত কোনও ওডিআই ম্যাচও খেলেননি তিনি। এই সুযোগেই কি আবার দরজা খুলতে পারে ঈশান কিষানের জন্য?

বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং করে নজর কাড়ছেন একসময় ‘অবাধ্য’ তকমা পাওয়া এই কিপার-ব্যাটার। বিশ্বকাপের আগে তাঁকে একবার ঝালিয়ে দেখার কথা ভাবতে পারে বোর্ড, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

বেঞ্চ স্ট্রেংথ যাচাইয়ের সুযোগ

এছাড়াও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করা দেবদত্ত পাডিক্কাল, সরফরাজ খানের মতো ক্রিকেটাররাও সুযোগের অপেক্ষায় রয়েছেন। বিশ্বকাপের আগে বেঞ্চ স্ট্রেংথ যাচাই করতে তাঁদের মতো ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন