দীপাবলিতে দেশবাসীকে হারের হ্যাটট্রিক উপহার স্মৃতিদের, জটিল হল সেমির অঙ্ক

Indian Cricket Team lost against England by 4 run in ICC Womens World Cup

বিশ্বকাপের মঞ্চে টানা তিন ম্যাচে পরাজয়ের মুখ দেখল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Cricket Team)। রবিবার ইন্দোরে ইংল্যান্ডের কাছে ৪ রানে হেরে আরও কোণঠাসা হয়ে পড়ল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ‘উইমেন ইন ব্লু’। যদিও স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের দাপুটে লড়াই কিছুটা আশার আলো দেখালেও, শেষরক্ষা হলো না। ইংল্যান্ড এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেললেও ভারতের সামনে এখন কঠিন অঙ্ক। কারণ শেষ দুই ম্যাচে জিততেই হবে।

Advertisements

ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট স্কিভার ব্রান্ট টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শুরুটা কিছুটা ধীরগতির হলেও, হিদার নাইটের দুর্দান্ত সেঞ্চুরি (১০৯ রান, ৯১ বলে) এবং স্কিভার ব্রান্টের মূল্যবান ৩৮ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ড তোলে ৫০ ওভারে ২৮৮ রান। ভারতের হয়ে দীপ্তি শর্মা ছিলেন সবচেয়ে সফল বোলার ১০ ওভারে ৫১ রানে ৪ উইকেট। বোলিং বিভাগে বাকি কেউই তেমন নজর কাড়তে পারেননি।

২৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায়। ওপেনার প্রতীকা রাওয়াল মাত্র ৬ রানে ফিরে যান। এরপর হরলিন দেওলও ব্যর্থ। তখন ক্রিজে আসেন দুই অভিজ্ঞ ক্রিকেটার স্মৃতি ও হরমন। দু’জনের ব্যাটে গড়ে ওঠে ১২৫ রানের জুটি, ভারতকে ম্যাচে ফেরায়। স্মৃতি মন্ধানা করেন ৯৪ বলে ৮৮ রান, হরমনপ্রীত করেন ৭০ বলে ৭০।

দীপাবলিতে কুমায়ুন সীমান্তে জওয়ানদের সঙ্গে সময় কাটালেন সেনাপ্রধান

দীপ্তি শর্মা ৫০ রান করলেও, শেষদিকে জেমাইমা রদ্রিগেজকে খেলানো না হওয়ায় ফিনিশারের অভাব প্রকট হয়। বাংলার রিচা ঘোষও ব্যর্থ হওয়ায় ভারতের রান তোলার গতি কমে যায়। শেষ তিন ওভারে যখন ২১ রান প্রয়োজন ছিল, ভারত হারিয়ে ফেলে দীপ্তিকে। সেখান থেকেই ম্যাচটি হাতছাড়া হয়ে যায়।

Advertisements

এই পরাজয়ের ফলে ৫ ম্যাচে ভারতের পয়েন্ট দাঁড়াল ৪। বর্তমানে তারা চতুর্থ স্থানে থাকলেও, নিউজিল্যান্ডের সঙ্গে তাদের পয়েন্ট সমান। নেট রান রেটে পিছিয়ে থাকায় কিউইদের সঙ্গে ২৩ অক্টোবরের ম্যাচটি কার্যত ‘ডু অর ডাই’ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। অন্যদিকে, ইংল্যান্ডের পারফরম্যান্স ছিল ভারসাম্যপূর্ণ। ব্যাটে হিদার নাইট, বল হাতে স্কিভার ব্রান্ট (৪৭ রানে ২ উইকেট) দলের জয়ে বড় অবদান রাখেন।