রোহিত-কোহলির ব্যর্থতার দিনে শুভমনের নেতৃত্বে লজ্জার হার ভারতের

Indian Cricket Team lost against Australia of ODI Series 1st match

অস্ট্রেলিয়ার পার্থে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারত (Indian Cricket Team)। বহু প্রতীক্ষার পর দলে ফিরেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচে তাঁদের ব্যাট থেকে এল না সেই প্রত্যাশিত ঝলক। নতুন অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় ব্যাটিং লাইনআপ কার্যত ভেঙে পড়ল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে। অস্ট্রেলিয়া ৭ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

Advertisements

পার্থের আকাশ ছিল সারাদিন ধরেই মেঘলা। টস জেতা যে বড় ফ্যাক্টর হবে তা বোঝাই যাচ্ছিল। কিন্তু টস জিতে অস্ট্রেলিয়া ফিল্ডিং বেছে নেয়। শুরু থেকেই ভারতীয় ব্যাটাররা চাপে পড়ে যান মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের বিধ্বংসী বোলিংয়ে। চতুর্থ ওভারেই হ্যাজেলউডের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত শর্মা (৮)। অথচ এদিনই ছিল তাঁর ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ। কোহলির প্রত্যাবর্তন আরও হতাশাজনক। স্টার্কের বলে মাত্র এক বল খেলেই শূন্য রানে ফেরেন ‘কিং কোহলি’।

এরপর শুভমন গিল নিজেও কিছু করে দেখাতে পারেননি। মাত্র ১০ রানে নাথান এলিসের শিকার হয়ে ফিরলেন তিনি। শ্রেয়স আইয়ারও (১১) খেললেন একটি বাজে শট, ফলস্বরূপ ফেরেন প্যাভিলিয়নে। মাঝে মাঝে বৃষ্টি এসে খেলা বন্ধ করে দিচ্ছিল, যার ফলে ম্যাচ ৫০ ওভার থেকে নেমে দাঁড়ায় ২৬ ওভারে। কিন্তু যতবারই খেলা শুরু হয়েছে, ততবারই উইকেট পড়েছে ভারতের।

ক্রিকেটে ‘Gen-Z’ বিপ্লব! নতুন ফরম্যাট নিয়ে উত্তেজনা তুঙ্গে

ভারতের স্কোর যখন একেবারে তলানিতে, তখন কিছুটা লড়াই দেন লোকেশ রাহুল (৩৮) ও অক্ষর প্যাটেল (৩১)। তাঁরা রান বাড়ানোর চেষ্টা করলেও ম্যাচ ঘোরানোর মতো কিছু করতে পারেননি। শেষদিকে অভিষেককারী নীতীশ রেড্ডি খেলেন ১৯ রানের একটি ছোট কিন্তু কার্যকর ইনিংস। ভারতের ইনিংস শেষ হয় ১৩৬ রানে, এক্ষেত্রে DLS নিয়মে হয়ে দাঁড়ায় ১৩০।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া খুব বেশি চাপ অনুভব করেনি। যদিও ট্র্যাভিস হেড ও ম্যাথু শর্টকে দ্রুত ফিরিয়ে কিছুটা আশা দেখিয়েছিলেন অর্শদীপ ও অক্ষর। কিন্তু অধিনায়ক মিচেল মার্শ (৪৬*) ও জশ ফিলিপ (৩৭) দলের জয় নিশ্চিত করে দেন ২১.১ ওভারেই।

Advertisements

ভারতের বোলারদের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। অর্শদীপ, সিরাজ বা হর্ষিত কেউই নিয়মিত উইকেট নিতে পারেননি বা অজি ব্যাটারদের চাপে ফেলতে পারেননি। একদিকে যেখানে হ্যাজেলউড, স্টার্করা লাইন ও লেংথে নিখুঁত, অন্যদিকে ভারতীয় বোলাররা ছিলেন অগোছালো।

শুভমন গিলের অধিনায়কত্বের শুরুটা যেমন হতে পারত, ঠিক তার উল্টোটা হল। শুধু অধিনায়ক নয়, দলের সেরা তারকা রোহিত-কোহলির ফর্মহীনতা উদ্বেগের কারণ হয়ে উঠছে ভারতীয় শিবিরে। এশিয়া কাপ জয়ের পর অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টপ অর্ডারের ব্যর্থতা সামনে এল। আর এই ব্যর্থতা কাটিয়ে ওঠার সময় যে দ্রুত ফুরিয়ে আসছে, তা বলাই বাহুল্য।