সিরিজ বাঁচাতে ‘ডু অর ডাই’ ম্যাচের সামনে ভারত! ফিরছেন তারকা ক্রিকেটার

indian-cricket-team-hardik-pandya-injury-update-comeback-south-africa-series

অজিভূমিতে ব্যস্ত ভারতীয় দলের (Indian Cricket Team) জন্য বড় স্বস্তির খবর। চোটের কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে বাইরে থাকা দলের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া শিগগিরই মাঠে ফিরতে চলেছেন। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজে দেখা যেতে পারে তাঁকে।

Advertisements

এশিয়া কাপের সময় সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে চোট পান হার্দিক। সেই চোট এতটাই গুরুতর ছিল, তিনি ফাইনাল খেলতে পারেননি। এমনকি অস্ট্রেলিয়া সফর থেকো ছিটকে গিয়েছিলেন। তাঁর অনুপস্থিতি ভারতীয় দলে (Indian Cricket Team) ভারসাম্য নষ্ট করেছে বলেই মনে করছেন অনেকেই। এমনকি ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও স্পষ্টভাবে স্বীকার করেছেন হার্দিকের অনুপস্থিতি দলকে ভুগিয়েছে।

বর্তমানে বেঙ্গালুরুর ‘ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি’র অন্তর্গত বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব করছেন হার্দিক। জানা গিয়েছে, আগামী চার সপ্তাহ তিনি সেখানেই কাটাবেন এবং ফিজিও ও ট্রেনারদের কড়া নজরদারিতে ধীরে ধীরে পুরোদমে অনুশীলন শুরু করবেন। ইতিমধ্যেই দীপাবলি উপলক্ষে কয়েক দিনের ছুটি কাটিয়ে প্র্যাকটিসে ফিরেছেন হার্দিক, যা দল ও ভক্তদের কাছে অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করে।

Advertisements
ক্লাব তাঁবুতে কবে আসছে শিল্ড? ঘোষণা করল বাগান শিবির

চিকিৎসকরা জানিয়েছেন, হার্দিকের পেশির চোটে এখনই অস্ত্রোপচারের প্রয়োজন নেই। প্রাকৃতিক প্রক্রিয়ায় ও রিহ্যাবের মাধ্যমে তাঁর সুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি। তাঁকে সম্পূর্ণ ফিট করে তোলার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাতে সফল হলে ডিসেম্বরের শুরুতেই তাঁর মাঠে ফেরা সম্ভব।

সীতাংশু কোটাক জানিয়েছেন, “হার্দিক না থাকাটা অবশ্যই ক্ষতির। তবে আমরা ইতিবাচক দিকে তাকাতে চাই। নীতীশ মতো নতুনদের সুযোগ দিয়ে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু তা সত্ত্বেও, হার্দিকের অভাব সবাই টের পাবে, কারণ ওর মতো অলরাউন্ডার খুব কমই আছে।”