অজিদের বিরুদ্ধে এক নয় এক ডজন রেকর্ড করে ইতিহাস গড়ল ভারত!

Indian Cricket Team create new record against Australia in ICC Womens World Cup

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এক অবিস্মরণীয় রাতের সাক্ষী রইল ক্রিকেট বিশ্ব (Indian Cricket Team)। মহিলাদের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৯ বল বাকি থাকতে পাঁচ উইকেটে জয় পেয়েছে ভারত। ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করলেন জেমাইমা রদ্রিগেজ (অপরাজিত ১২৭) এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর (৮৯)। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার গড়লেন ১৬৭ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ, যা ভারতের জয়ের ভিত গড়ে দেয়।

Advertisements

এই ঐতিহাসিক জয়ে ভেসে উঠল একাধিক বিশ্বরেকর্ড

জোড়া বিশ্বরেকর্ড

মহিলাদের এক দিনের ম্যাচে সর্বোচ্চ রান তাড়া করে জয়। ৩৩৯ রান তাড়া করে ভারতের জয় এখন নতুন বিশ্বরেকর্ড। আগের রেকর্ড ছিল এই বিশ্বকাপেরই লিগ পর্বে, যেখানে অস্ট্রেলিয়া ভারতকে হারাতে ৩৩১ রান তাড়া করেছিল।

   

এক দিনের বিশ্বকাপের নকআউট পর্বে পুরুষ কিংবা মহিলা দল প্রথম ৩০০+ রান তাড়া করে জয়। বিশ্বকাপের ইতিহাসে আগে কখনও এমন কীর্তি গড়া যায়নি।

ম্যাচে মোট রানেও রেকর্ড

দুই দল মিলিয়ে ম্যাচে উঠেছে ৬৭৯ রান, যা মহিলাদের বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক। আগের রেকর্ড ছিল ২০১৭ সালের ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে ৬৭৮ রান।

জেমাইমা রদ্রিগেজ: ইতিহাসের পাতায় নাম লিখলেন

জেমাইমা রদ্রিগেজ শুধু ম্যাচ জেতানো ইনিংসই খেলেননি, গড়েছেন একাধিক নজিরও। বিশ্বকাপ নকআউট পর্বে সফল রান তাড়া করে শতরান করা প্রথম ক্রিকেটার (পুরুষ বা মহিলা)।

মহিলাদের বিশ্বকাপ নকআউট পর্বে রান তাড়া করতে নেমে শতরান করেছেন মাত্র দু’জন।ইংল্যান্ডের ন্যাট সিভার ব্রান্ট (২০২২ ফাইনাল, ১৪৮ রান) এবং এবার ভারতের জেমাইমা। তবে ব্রান্টের শতরান জয়ে রূপান্তরিত হয়নি, জেমাইমার ইনিংস ভারতকে এনে দিয়েছে ঐতিহাসিক সাফল্য।

Advertisements

ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে শতরান করেছেন জেমাইমা। প্রথমজন ছিলেন হরমনপ্রীত কৌর, ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ১৭১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফল রান তাড়া করে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এখন জেমাইমার দখলে। ২০১২ সালে নিউজিল্যান্ডের সুজি বেটস করেছিলেন ১২২ রান; সেই রেকর্ড ভাঙলেন জেমাইমা (১৩৪ বলে ১২৭*)।

বয়সে দ্বিতীয় কনিষ্ঠ ব্যাটার হিসেবে বিশ্বকাপ নকআউটে শতরান করেছেন তিনি (২৫ বছর ৫৫ দিন)। সবচেয়ে কম বয়সে শতরান করেছিলেন ফোবে লিচফিল্ড (২২ বছর ১৯৫ দিন), যিনি এই ম্যাচেই অস্ট্রেলিয়ার হয়ে শতরান করেন।

ঐতিহাসিক জয়ের দিকচিহ্ন

এই জয়ে শুধু একটি ম্যাচ নয়, ভারতীয় মহিলা ক্রিকেটের মানচিত্রই বদলে গেল। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে এমন পরিস্থিতিতে হারিয়ে ফাইনালে পৌঁছল ভারতীয় দল। জেমাইমা-হরমনের ব্যাট, বোলারদের শৃঙ্খলিত পারফরম্যান্স এবং দলের আত্মবিশ্বাস মিলে লিখল নতুন অধ্যায়। এখন গোটা দেশের নজর ফাইনালের দিকে। ইতিহাসের ধারাবাহিকতা বজায় রাখতে তৈরি ‘উইমেন ইন ব্লু’।