গুয়াহাটিতে ব্যাটিং বিপর্যের পর ‘বিস্ফোরক’ ভারতের ব্রাত্য তারকা ব্যাটার

indian-cricket-team-batter-karun-nair-implied-post-on-south-africa-vs-india-test

ভারতীয় দলের (Indian Cricket Team) ব্যাটিং ভরাডুবির মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন করুণ নায়ার। জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে সবার নজরে তিনি। অথচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভারতীয় দলের যে ব্যাটিং ব্যর্থতা চোখে পড়ছে, তাতে করুণকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এমন পরিস্থিতিতেই করুণের ইঙ্গিতপূর্ণ সোশ্যাল পোস্ট আরও উস্কে দিয়েছে বিতর্ক।

Advertisements

মাত্র একটি সিরিজ খেলেই জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল করুণ নায়ারকে। তারপরও হাল ছাড়েননি তিনি। রঞ্জি ট্রফিতে কর্নাটকের হয়ে ৫ ম্যাচে ৬০০ বেশি রান, গড় ১০০ উপর। এমন দুর্দান্ত পারফরম্যান্স থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তাঁকে বিবেচনা করা হয়নি। এমনকি শুভমন গিলের চোটের পরও তাঁর নাম আলোচনায় আসেনি।

   

দলের জায়গা পেয়ে সুযোগ পেয়েছেন তরুণ সাই সুদর্শন ও ধ্রুব জুরেল। কিন্তু ইডেন গার্ডেন্স ও গুয়াহাটির বাউন্সি পিচে তাঁদের ব্যাট একেবারেই নিরব। ইডেনে জুরেলের সংগ্রহ মাত্র ১৭, গুয়াহাটিতে শূন্য রানে ফেরেন। সাই সুদর্শনের অবস্থাও খুব একটা আলাদা নয়, দুটি ম্যাচ মিলিয়ে সংগ্রহ মাত্র ১০।

এমন ব্যর্থতার পরিবেশেই সোশ্যাল মিডিয়ায় করুণ নায়ারের একটি পোস্ট নজর কাড়ে। তিনি লিখেছেন, “কোনও বিশেষ পরিস্থিতিতে মনের মধ্যে একটা অনুভূতির জন্ম দেয়। আর সেখানে না থাকতে পেরে নীরব থাকাটা নিজেই কাঁটার মতো বিঁধতে থাকে।”

Advertisements

এই বাক্যের আড়ালে লুকিয়ে কি নির্বাচন-নীতি নিয়ে তাঁর ক্ষোভ? অনেকেই মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের ব্যাটিং লাইন-আপ যে রকম দুর্বল দেখাচ্ছে। সেখানে অভিজ্ঞ করুণ নায়ার দলে থাকলে চিত্রটা হয়তো ভিন্ন হতে পারত। ইডেন বা গুয়াহাটির পিচে তাঁর অভিজ্ঞতা, দেশের মাটিতে তাঁর ট্রিপল সেঞ্চুরির নজির, সবটাই তাঁকে আরও যোগ্য প্রার্থী করে তুলতে পারত।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে বাদ পড়ার পরও করুণ খুব একটা কথা বলেননি। তখন তিনি জানিয়েছিলেন, “আশা করেছিলাম সুযোগ পাব। এ ব্যাপারে কী বলব জানি না। ভাষা নেই! কিছু বলতে চাই না, এই মুহূর্তে কঠিন।” এরপর ফের তাঁর এই ইঙ্গিতপূর্ণ পোস্ট, বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখে অনেকেই বলছেন, এটা নিঃসন্দেহে নির্বাচকদের উদ্দেশ্যেই ছোঁড়া একটি পরোক্ষ বার্তা।