ভারতের ক্রিকেট (Cricket) নতুনভাবে পরিচিতি পেলেন ডিএসপি দীপ্তি শর্মা। গোটা বিশ্বকাপ জুড়ে তাঁর দাপুটে পারফরম্যান্সে ভারতকে এনে দিয়েছে নতুন সাফল্যের স্বাদ। ‘শর্মাজি কি বেটি’ বলে সম্বোধিত দীপ্তি শর্মা এখন ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে।
পুরুষ কিংবা মহিলা, কোনও ক্রিকেটারই এক বিশ্বকাপ সংস্করণে দীপ্তির মতো সর্বাঙ্গীণ পারফরম্যান্স করতে পারেননি। টুর্নামেন্টে দীপ্তি শর্মার ঝুলিতে সর্বাধিক ২২ উইকেট, সঙ্গে ২০০ বেশি রান। ফাইনাল ম্যাচে হয়তো সেরা নির্বাচিত হননি। তবে হাফসেঞ্চুরি এবং পাঁচ উইকেট তুলে ভারতকে জয়ের মুখ দেখিয়েছেন।
গড়াপেটার অভিযোগে গ্রেফতার শতাব্দীপ্রাচীন ক্লাবের দুই কর্তা
২০১১ সালে যুবরাজ সিং যেমন পুরুষ দলের বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এবারও একই মাপে দেশকে জিতিয়েছেন দীপ্তি। ২০১৭ সালে ফাইনালে উঠে বিশ্বকাপ হাতছাড়া হলেও সেই সময়ের সমালোচনার মুখেও মাথা ঠান্ডা রেখে নিজের কাজ করেছেন তিনি। বিশ্বকাপের সেরার শিরোপা জয়ের পর দীপ্তি বলেন, “ব্যাটিং হোক বা বোলিং, আমি যেটাই করি না কেন সেটা উপভোগ করার চেষ্টা করি। এই পর্যায়ে এসে পারফর্ম করতে পেরে আমি অত্যন্ত খুশি।” তিনি এই সাফল্য উৎসর্গ করেছেন বাবা-মাকে।
ভারতীয় ক্রিকেটে ডিএসপি পদটি আগে মহম্মদ সিরাজের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু এবার সেই ধারণা ভেঙে দিলেন দীপ্তি শর্মা। মহিলা ক্রিকেটের প্রতি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বদলাতে এবার দীপ্তির পারফরম্যান্স এক নতুন অধ্যায় রচনা করেছে। ‘শর্মাজি কি বেটি’র হাত ধরে ভারতবাসী ঘরের মাঠে বসেই বিশ্বকাপের আনন্দ উপভোগ করেছে এবং দেশজুড়ে উচ্ছ্বাসের আবহ সৃষ্টি হয়েছে।
𝙁𝙄𝙁𝙀𝙍⚡️
Deepti Sharma with a perfect 🖐️ on the night of the final 🙇♀️
Another exceptional performance from the #TeamIndia all-rounder 🔥
Scorecard ▶ https://t.co/TIbbeE4ViO#WomenInBlue | #CWC25 | #Final | #INDvSA | @Deepti_Sharma06 pic.twitter.com/pv4aZ3eGJF
— BCCI Women (@BCCIWomen) November 2, 2025



