দেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথমবারের মতো মহিলাদের বিশ্বকাপ জিতে হরমনপ্রীত কৌর ও তাঁর সতীর্থেরা বুধবার পৌঁছোলেন দিল্লিতে। সেখানে প্রধানমন্ত্রীর (Narendra Modi) বাসভবনে তাঁদের জন্য আয়োজিত হয়েছিল বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান।
মুম্বই থেকে বিশেষ চার্টার বিমানে রাজধানীতে আসেন হরমনপ্রীত, স্মৃতি মন্ধানা, জেমাইমা রদ্রিগেজ, রেণুকা সিং সহ গোটা ভারতীয় দল। দিল্লি বিমানবন্দর থেকে সরাসরি তাঁরা পৌঁছোন তাজ প্যালেস হোটেলে, যেখানে হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁদের জন্য কেক ও ঢোল-নগাড়ার আয়োজন করা হয়। উচ্ছ্বাসে ফেটে পড়েন ক্রিকেটাররা। নাচে যোগ দেন জেমাইমা, রাধা যাদব ও স্নেহ রানা।
নিলামের আগে এই ১১ তারকাকে ছেড়ে চমক দিতে পঞ্জাব কিংস!
এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ৭ নম্বর লোককল্যাণ মার্গে যান ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফরা। সকলের পরনে ছিল সাদা শার্ট, কালো ট্রাউজার ও ব্লেজার। গম্ভীর অথচ গর্বিত পোশাকেই তাঁরা পা রাখেন দেশের সর্বোচ্চ নেতৃত্বের সামনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান হরমনপ্রীতদের। ভারতীয় দল মোদীর হাতে তুলে দেয় বিশ্বকাপের ট্রফি এবং সকল খেলোয়াড়ের স্বাক্ষর করা একটি বিশেষ জার্সি। প্রধানমন্ত্রী দলের সঙ্গে কিছুক্ষণ আলাপচারিতাও করেন এবং তাঁদের সাফল্যের পেছনের পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করেন।
গত বছর পুরুষদের দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিল। এবার সেই ইতিহাস পুনরাবৃত্তি করল মহিলা দল। তবে পার্থক্য একটাই—পুরুষ দল পরেছিল নীল জার্সি, আর হরমনপ্রীতেরা বেছে নিয়েছিলেন ফরম্যাল পোশাক। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ক্রিকেটাররা ফের হোটেলে ফিরে যান। বৃহস্পতিবার তাঁদের দেখা হওয়ার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই হরমনপ্রীত, স্মৃতি ও বাকিরা ফিরবেন নিজের নিজের ঘরে। দেশকে গর্বিত করে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে।
The Indian cricket team presented Prime Minister Narendra Modi with a special Team India jersey as a token of respect and appreciation #TeamIndia #NAMO #Cricket pic.twitter.com/TnSVyNAOUB
— Arshit Yadav (@imArshit) November 5, 2025


