টি–২০ সিরিজের শুরুতেই পুরনো দৃশ্য, হারল ভারত?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজের সূচনায় আবারও টস হারল ভারত (India vs South Africa)। ফরম্যাট বদলাতেই যেন পুরনো রোগ ফিরে এসেছে। এদিন কটকের বারাবটি স্টেডিয়ামে…

india-vs-south-africa-t20-series-2025-live-match-update

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজের সূচনায় আবারও টস হারল ভারত (India vs South Africa)। ফরম্যাট বদলাতেই যেন পুরনো রোগ ফিরে এসেছে। এদিন কটকের বারাবটি স্টেডিয়ামে অধিনায়ক সূর্যকুমার যাদব টসের সময় ভাগ্য সহায় পেলেন না। একের পর এক টস হারায় তিনিও তৈরি করে ফেলেছেন অস্বস্তিকর রেকর্ড। টস জেতার পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম প্রত্যাশিতভাবেই নেওয়ালেন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত।

Advertisements
ভিসা জট কাটিয়ে এই দিন কলকাতা আসছেন বাগানের নতুন কোচ, অনুশীলনে কবে?

বারাবটির পিচ সাধারণত ব্যাটারদের অনুকূলে থাকে এবং এদিনও তেমনটাই প্রত্যাশিত। তবে ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে শিশির। ওয়ানডে সিরিজেও যা দুই দলের কাছে ছিল বড় ফ্যাক্টর। পরে ব্যাট করা দলই পেয়েছে বাড়তি সুবিধা। তাই এই ম্যাচেও দক্ষিণ আফ্রিকার সিদ্ধান্ত সেই অভিজ্ঞতার উপরই দাঁড় করানো।

   

এদিকে ভারতীয় দলে এসেছে একাধিক পরিবর্তন, ছকবহির্ভূত সিদ্ধান্তও নজর কাড়ছে। মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নেমেছে ভারত বরুণ চক্রবর্তী। শিশিরের সম্ভাবনা মাথায় রেখে বাদ পড়েছেন কুলদীপ যাদব। দলে নেই স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও। গম্ভীরের ভরসার পেসার হর্ষিত রানাকেও বসতে হয়েছে বাইরে।

সবচেয়ে বড় খবর, দীর্ঘদিন পর দলে ফিরেছেন হার্দিক পাণ্ডিয়া। তাঁর উপস্থিতিতে পেস বোলিং বিভাগ বেশ ভারসাম্যপূর্ণ হওয়ায় বাড়তি পেসার নেওয়ার প্রয়োজন পড়েনি। পাশাপাশি রয়েছেন শিবম দুবে ও অক্ষর প্যাটেল, ফলে অলরাউন্ড বিভাগও শক্তিশালী হয়েছে।

চোট সারিয়ে এদিন দলে ফিরেছেন সহ–অধিনায়ক শুভমন গিল। এই সিরিজ তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা ফিরেই নিজের ছন্দ প্রমাণের সামনে বড় পরীক্ষা অপেক্ষা করছে।

ভারতীয় দল একাদশ:

Advertisements