প্রোটিয়াদের বিরুদ্ধে বিরাট-রোহিতদের নেতৃত্ব দেওয়ার দায়িত্বে এই নেতা

india-vs-south-africa-odi-series-2025-indian-cricket-team-squad-kl-rahul-captain

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে ৩০ নভেম্বর। শক্তিশালী প্রোটিয়া দলের বিরুদ্ধে ভারতের অভিযানে এবার নেতৃত্বের মোড় ঘুরতে চলেছে। চোটের কারণে নেই শুভমন গিল ও শ্রেয়স আইয়ার। দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের অনুপস্থিতি নতুন সমীকরণ তৈরি করেছে দলে। এমন অবস্থায় অভিজ্ঞ কেএল রাহুলের উপরই আস্থা রেখেছে বিসিসিআই।

Advertisements

ইডেন টেস্টে ঘাড়ে চোট পেয়ে আগেই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শুভমন গিল। একইভাবে অস্ট্রেলিয়া সিরিজে পাঁজরে চোট পেয়ে আইসিইউ পর্যন্ত যেতে হয়েছিল শ্রেয়স আইয়ারকে; ফিরতে সময় লাগবে আরও কমপক্ষে দু’মাস। ফলে ব্যাটিং অর্ডারে বড় শূন্যতা তৈরি হয়েছে তাদের অনুপস্থিতিতে। রোহিত শর্মা ও বিরাট কোহলিকে রাখা হয়েছে দলে, তবে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে রাহুলের কাঁধে। রোহিত বা ঋষভ পন্থের নেতৃত্ব নিয়ে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত যায় রাহুলের পক্ষে।

   

ইতিমধ্যেই ১৬ ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছেন কেএল রাহুল। জিতেছেন ১১ ম্যাচ, জয় শতাংশ ৬৮.৭৫। ওয়ানডেতে নেতৃত্ব দিতে গিয়ে করেছেন ৩০২ রান, চারটি হাফসেঞ্চুরি সহ গড় ৩৩.৫৫। দলের কঠিন পরিস্থিতিতেও ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁকে এগিয়ে রাখে।

বিশ্রাম দেওয়া হয়েছে পেসার মহম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহকে। পুনর্বাসনে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া। এর ফলে সুযোগ মিলেছে বেশ কয়েকজন তরুণের। দলে আছেন রুতুরাজ গায়কোয়াড়, ধ্রুব জুরেল, হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডির মতো নতুন মুখ। অভিজ্ঞতা যোগাবে রোহিত, কোহলি, জাডেজা ও কুলদীপ যাদব।

Advertisements

প্রথম ম্যাচ রাঁচিতে, এরপর ৩ ও ৬ ডিসেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ব্যাটিং পরীক্ষার মুখে পড়তে পারেন ভারতের শীর্ষ ক্রমের ব্যাটাররা। স্পিন-অলরাউন্ডার সুন্দর ও জাডেজা দলে থাকায় ব্যালান্স ঠিক থাকলেও মাঝের উইকেটে কারা দায়িত্ব নেবেন, সেদিকেই নজর থাকবে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওয়ানডে দল :
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, কেএল রাহুল (অধিনায়ক), ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং, ধ্রুব জুরেল