
ক্রিকেটের উত্তেজনার বদলে বুধবার রাতে একানা স্টেডিয়ামে রাজত্ব করল ঘন ধোঁয়াশা ও দূষণ। নির্ধারিত সময়ের প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা অপেক্ষার পরও শেষ পর্যন্ত শুরু করা গেল না ভারত–দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) চতুর্থ টি-২০ ম্যাচ। প্রবল কুয়াশা ও দৃশ্যমানতার অভাবে শেষ পর্যন্ত ম্যাচ বাতিল ঘোষণা করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
𝐔𝐩𝐝𝐚𝐭𝐞: The fourth India-South Africa T20I is called off due to excessive fog.#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/QWDUVFxVlP
— BCCI (@BCCI) December 17, 2025
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে টস হওয়ার কথা থাকলেও শুরু থেকেই সমস্যার মুখে পড়ে ম্যাচ। মাঠ ঢেকে যায় ঘন ধোঁয়াশায়। আম্পায়াররা পরিস্থিতি খতিয়ে দেখতে একের পর এক পরিদর্শন চালান, মোট ছ’ থেকে সাতবার। রাত ৯টা ২৫ মিনিটে শেষবার মাঠ পরীক্ষা করার পর ৯টা ৩০ মিনিট নাগাদ আনুষ্ঠানিকভাবে ম্যাচ বাতিলের ঘোষণা করা হয়।
ঘন কুয়াশার কারণে মাঠে কার্যত কিছুই দেখা যাচ্ছিল না। আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মতো ন্যূনতম দৃশ্যমানতাও ছিল না বলে সিদ্ধান্ত নেন ম্যাচ অফিসিয়ালরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লাও মাঠে উপস্থিত হয়ে আম্পায়ারদের সঙ্গে আলোচনা করেন। তবু অবস্থার কোনও উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত হতাশার মধ্যেই খেলা বাতিল করতে হয়।
নিলামে এই ক্রিকেটারের সংযোজনে নাইটদের স্ট্র্যাটেজিতে মুগ্ধ প্রাক্তন ভারতীয় তারকা
এই ম্যাচ বাতিল হওয়ায় পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে রইল ভারত। ফলে শেষ ম্যাচে হারলেও সিরিজ হারার আশঙ্কা নেই সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলের। সিরিজের পঞ্চম ও শেষ টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদে, যেখানে সিরিজ জয়ের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। এর মধ্যেই ভারতীয় শিবিরে ধাক্কা, চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ওপেনার শুভমন গিল। পায়ের চোটের জন্য তিনি আর মাঠে নামতে পারবেন না বলে জানা গেছে।
লখনউয়ের এই পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে বিতর্কও। প্রশ্ন উঠছে, সন্ধ্যার পর পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা জেনেও কেন অপেক্ষা করা হল? কুয়াশা কেটে যাওয়ার আশায় কেন এতক্ষণ বসে রইলেন আম্পায়াররা?
এই প্রসঙ্গে কংগ্রেস নেতা শশী থারুর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, উত্তর ভারতের দূষণ পরিস্থিতির কথা মাথায় রেখে ম্যাচটি অন্যত্র আয়োজন করা উচিত ছিল। তিনি লেখেন, “লখনউয়ে ঘন স্মগ ও ৪১১ AQI-এর কারণে দৃশ্যমানতা এতটাই খারাপ যে ক্রিকেট খেলা সম্ভব নয়। থিরুবনন্তপুরমে ম্যাচ আয়োজন করা হলে সমস্যা হত না—সেখানে এই মুহূর্তে AQI প্রায় ৬৮।”
Cricket fans have been waiting in vain for the #INDVSSAODI to start in Lucknow. But thanks to dense smog, pervasive in most north Indian cities, and an AQI of 411, visibility is too poor to permit a game of cricket. They should’ve scheduled the game in Thiruvananthapuram, where…
— Shashi Tharoor (@ShashiTharoor) December 17, 2025










