লখনউয়ের ২২ গজে স্পিনই ভরসা গুরু গম্ভীরের, বদলে গিয়ে রইল সম্ভাব্য একাদশ!

india-vs-south-africa-lucknow-t20-playing-xi-toss-factor

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত (India vs South Africa)। বুধবার লখনউয়ের একানা স্টেডিয়ামে চতুর্থ ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে সূর্যকুমার যাদবদের। তবে তার আগে নজর থাকবে টসের দিকে। লখনউয়ের ২২ গজ সাধারণত স্পিনারদের সহায়ক, তার উপর শিশিরের প্রভাব ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। ফলে টস যে বড় ভূমিকা নেবে, তা বলাই বাহুল্য।

মেসির স্মৃতির ফ্রেমে জায়গা পেল না যুবভারতী, কিন্তু কলকাতা…!

   

এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় শিবির খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চাইছে না। অসুস্থতার কারণে অক্ষর পটেল আগেই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। অন্য দিকে পারিবারিক সমস্যার জন্য জসপ্রীত বুমরাহর বুধবারের ম্যাচেও খেলার সম্ভাবনা কম। এই পরিস্থিতিতে জয়ী কম্বিনেশন ভাঙতে নারাজ টিম ম্যানেজমেন্ট। তবে পিচের চরিত্র মাথায় রেখে প্রথম একাদশে একটি কৌশলগত পরিবর্তন হতে পারে।

ইঙ্গিত মিলছে, এক জন সিমার অলরাউন্ডারের বদলে স্পিন অলরাউন্ডারকে খেলানো হতে পারে। সেই হিসাবেই শিবম দুবের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়ার সম্ভাবনা জোরালো। ব্যাটিং অর্ডারেও সামান্য অদলবদল দেখা যেতে পারে। ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে থাকবেন শুভমন গিল। তিন নম্বরে ফর্মে থাকা তিলক বর্মা, তার পরে চার নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব। পাঁচ নম্বরে ওয়াশিংটন সুন্দর এবং ছ’নম্বরে হার্দিক পান্ডিয়া। উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন জিতেশ শর্মা, যিনি ব্যাট করবেন সাত নম্বরে।

বোলিং বিভাগে শেষ চারটি জায়গা নিশ্চিতভাবেই বিশেষজ্ঞ বোলারদের জন্য। আট থেকে ১১ নম্বরে ব্যাটিং অর্ডারে আসতে পারেন হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ এবং কুলদীপ যাদব। স্পিন আক্রমণই এই ম্যাচে ভারতের মূল শক্তি হতে চলেছে।

তবে ভারতীয় শিবিরে উদ্বেগের একটি জায়গা রয়েই যাচ্ছে, অধিনায়কের ব্যাটিং ফর্ম। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সময় দ্রুত ফুরিয়ে আসছে। প্রকাশ্যে না মানলেও সূর্যকুমারের রান না পাওয়া নিয়ে চিন্তা বাড়ছে ক্রিকেট মহলে।

অন্য দিকে, লখনউয়ের মাঠ দক্ষিণ আফ্রিকার বেশ কয়েক জন ক্রিকেটারের পরিচিত। অধিনায়ক এডেন মার্করামের নেতৃত্বে সমতা ফেরাতে মরিয়া প্রোটিয়ারা। ফলে সিরিজ জয়ের লক্ষ্যে নামলেও ভারতের সামনে যে সহজ লড়াই অপেক্ষা করছে না, তা বলাই যায়। সব মিলিয়ে লখনউয়ে বুধবারের ম্যাচে টস, স্পিন এবং অধিনায়কের ফর্ম তিনটি বিষয়ই নির্ধারণ করতে পারে সিরিজের ভাগ্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleআসন্ন বাজেটে প্রতিরক্ষা খাতে চমক দেবে মোদী সরকার
Next articleপাহাড়ে নিয়োগ দুর্নীতি তে কড়া সিদ্ধান্ত আদালতের
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।